নইন আবু নাঈমঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করা হয়।
সকাল ৯টায় শোক র্যালি শুরু হয়ে উপজেলার রায়েন্দা বাজারে প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতিলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ সাইফুল ইসলাম খোকন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ রশিদ আকন, সাবেক ডাকসু সদস্য আব্দুল হক হায়দার, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল অাহমেদ রুমী, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দীন, সাধারন সম্পাদক সরদার তাইজুল ইসলাম, ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রীনা আক্তার সাগর, আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দীন শান্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন, শরীফ খাইরুল ইসলাম।
পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে শোক র্যালি শেষে ব্ঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে সকাল ৮টায় শরণখোলা উপজেলা প্রশাসন চত্ত্বরে সকল সরকারী দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।