আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগরে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১২ টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের নিমতলা গ্রামে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে ঢাকা মীরহাজারিবাগ এলাকার শান্ত (২২) ও তার নানীসহ বন্ধু নয়ন ও সৌরভ নৌকা নিয়ে খালে ঘুরতে গেলে পানির ¯্রােতে নৌকাটি উল্টে যায়। সবাই সাতাঁর কেটে তীরে উঠতে পারলেও শান্ত তলিয়ে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই এলাকাবাসী শান্তর লাশটি উদ্ধার করে। এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভ‚ঞা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।