অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার পানির ড্যামের বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিক নিহত হয়।
বুধবার বেলা ৩টার সময় উক্ত দূর্ঘটনার স্বীকার শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
নিহত মমতাজ(২৮),কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুচ্ছাপা প্রকাশ নুরু ছেলে এছাড়া আব্দুর রশিদ মাঝি (২৭) কক্সবাজার জেলার পেকুয়া থানার উজানটিয়া গোদারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলাধীন জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়।
উক্ত জমানো পানি জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো।
আজ ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বনিক জানান, জিপিএইচ কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম এর দু’টি হাসপাতালে রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।