নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সত্য প্রকাশ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিকল্পনায় এ ঘটনা ঘটেছে। তাকে হুকুমের আসামি করার দাবি তুলেছেন জনগণ।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ক্ষমতাকে স্থায়ী করতে খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানের মাধ্যমে একুশে আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করেছিলেন। খালেদা জিয়ার নির্দেশে এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। সঠিক ইতিহাসের জন্য, সত্য উদ্ঘাটন করতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য একুশে আগস্টের সম্পূরক চার্জশিট দিয়ে খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে হবে। এটা জনগণের দাবি।’
তিনি বলেন, বর্তমানে সত্য উদঘাটন হয়ে গেছে। সত্য চাপা দিতে এখন বিএনপি নেতারা যেখানে সেখানে উল্টা-পাল্টা বক্তব্য রাখছেন। খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে জনগণের দাবি জোরালো হচ্ছে।
মৃত্যুবার্ষিকীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আইভি রহমানের সঠিক চিকিৎসা হলে তিনি হয়তো বেঁচে থাকতেন। তাকে যখন খালেদা জিয়া হাসপাতালে দেখতে যান তখন তার ছেলেমেয়েকে পাশের রুমে আটকে রাখা হয়। এমনকি ভৈরবে জানাজাও ঠিকমতো পড়তে দেয়া হয়নি।
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আওয়ামী হকার্স লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হকার্স লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহিন আহমেদ।