প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জেনে আনন্দিত হবেন যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা শ্যামল বাংলা পরিবারের উদ্যোগে ঈদ পূণর্মিলনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন হোসাইন।
তারিখঃ ৩-ই অগাস্ট,২০২০( সোমবার )
সময়ঃ সকাল ১০ টা
ভেন্যুঃ স্বদেশ রেস্তোরাঁ,লাকসাম।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করবে।
বিঃদ্রঃ
৩ই আগস্ট ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের উপকমিটি হিসেবে কাজ করছেন যারাঃ
১। আহবায়ক- সাইফুল ইসলাম সবুজ
২। যুগ্ন আহবায়ক – এরশাদ উল্লাহ সোহেল
৩। সদস্য- আফজাল হোসাইন মিয়াজী
৪।সদস্য- জিয়াউর রহমান
৫। সদস্য- এস এম শাহজালাল
৬। সদস্য – শাহদাত হোসেন শাহীন
৭। সদস্য – ফখরুদ্দীন ইমন
শুভ কামনায়:-
মোঃসাইফুল ইসলাম সবুজ
কুমিল্লা জেলা প্রতিনিধি,
দৈনিক শ্যামল বাংলা।
আহবায়ক,
কুমিল্লা জেলা প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটি।