বদরুল হক:
চট্রগাম আনোয়ারায় দেশীয় ৭০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোর সাড়েপাঁচটার টার দিকে যুগেশবাবুর ঘাটা সংলঘ্ন মিয়া পুকুরপাড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো আমির হোসেন (৪২), নাজিম উদ্দিন (২৭) দুইজন আনোয়ারা থানা সংলগ্ন পরৈপাড়া ও ভিংরোল গ্রামে, অংকুর দাশ(৪৫) এর বাড়ি পটিয়া থানা কাশিয়া গ্রামে পলাতক অন্য আরেকজন মোঃ মুুছা(৩০) তার বাড়ি কর্নফুলী দৌলতপুর এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এস আই খাইরুজ্জামান,ইকরামুজ্জান ও এএসআই রেজাউল করিম মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল থানা সংলঘ্ন পরৈপাড়া গ্রামের যুগেশবাবু ঘাটা মিয়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদ কেনা বেচার সময় তাদেরকে থেকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে পলিথিন মোড়াঁনো ৭০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, আটককৃতদের বিরেদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।