রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এবং ১৫ ফা বাস্তবায়নেরাবীতে দিনাজপুরের কাহারোল উপজেলায় আজ অনুষ্ঠিত হলো বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা ।
আজ সোমবার সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ৪টি আদিবাসী সংগঠনের সার্বিক সহযোগীতায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর তেভাগা চত্তর থেকে র্যালি বের করে আদিবাসী নারী পুরুষেরা ।
এসময় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা ঢাকঢোলের তালে তালে র্যালি নিয়ে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক প্রদিক্ষন করে। পরে তেভাগা চত্বরে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলন গবেষনা কেন্দ্রের সভাপতি নারায়ন মার্ডির সভাপত্বি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি কলাচার ও আন্দেলন সংগ্রামের চিত্র তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা রাজুন বেসরা, ইউপি চেয়ারম্যান মো: শরিফ উদ্দীন,আওয়ামীলীগ নেতা মজিদুল ইসলাম মাস্টার প্রমুখ।
আদিবাসী সংগঠন ৪টির ১৫ ফাাবীর মধ্যে রয়েছে,আদিবাসী জাতিসত্বা সমুহ সংরক্ষন করতে হবে,শিক্ষা,সাংস্কৃতি,চিকিতসা,বাস¯’ান ও অন্যান্য মৌলিক অধিকার সমুহ স্বীকৃতি প্রদান ও বাস্তবয়ন করতে হবে,আদিবাসীদের নিজস্ব ভাষা রক্ষার্থে রাষ্ট্রীয় ভাবে পাঠপু¯‘ক প্রনয়ন ও শিক্ষাদানের ব্যব¯’া চালু করতে হবে,প্রাথমিক থেকে উ”চতর শিক্ষা পর্যায়ে আদিবাসীদের শিক্ষা গ্রহনের জন্য আলাদা ভাবে সুযোগ প্রদান করতে হবে,আদিবাসীদের চাকুরী ক্সেত্রে কোটা পুর্ঙ্গাঙ্গবহাল করাসহ আরো ১০টি াবী বাস্তবায়নেরাবী করেছে তারা।