আব্দুল হাই সিকদার
বেগম রোকেয়ার জন্মের ৩ বছর পর , কাজী নজরুল ইসলামের আবির্ভাবের ১৬ বছর আগে , আজকের জেলা শহর লালমনিরহাট থেকে ২০ কিলোমিটার দূরে গহীন গ্রাম কাকিনা’য় , ১৪ এপ্রিল ১৮৮৩ তে ধরাধামে পা রাখেন শেখ ফজলল করিম ।
১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর , তিনি তাঁর নশ্বর দেহ ত্যাগ করে চলে যান অন্তহীন অজানায় ।
পিছনে রেখে যান ,
“ কোথায় স্বর্গ ? কোথায় নরক ? কে বলে তা বহুদূর ? “,
“ ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মত “ ,
কিংবা , “ বাঁচতে হলে লাঙ্গল ধর আবার এসে গাঁয় “এর মতো বহু অবিস্মরণীয় পংক্তিমালা ।
পিছনে রেখে যান , কবিতা , উপন্যাস , নাটক , ইতিহাস , গবেষণা , জীবনী ও শিশু সাহিত্যসহ ৫০টি গ্রন্থের এক প্রাণবন্ত ভুবন ।
কলকাতাকেন্দ্রিক সংকীর্ণ ও উপনিবেশবাদের সেবায়েত তৈরীর রেঁনেসার বাইরে , বিংশ শতাব্দীর প্রারম্ভে শুরু হয় মুসলমানদের মানবিক রেঁনেসা ।সাহিত্যে এই নবজাগরণের অন্যতম অগ্রনায়ক ছিলেন শেখ ফজলল করিম । মুসলমান ও হিন্দুরা তাঁকে সাদরে বরণ করেছিল ঐকান্তিক আগ্রহে ।
কবিতা ছিল তাঁর নিজের হৃদয়ের মতোই স্নিগ্ধ , সহজ , সুন্দর ও ব্যান্জনাময় ।
গদ্যেও তাঁর অবদান অসামান্য । তখন বঙ্কিমের কাল শেষ । মাথার উপরে বিরাজ করছেন রবীন্দ্রনাথ । তিনি তাঁদের ছায়াও মাড়ালেন না । সৃষ্টি করলেন সম্পূর্ণ নতুন এক গদ্য ভাষা ।
অসীম দরদ , স্বজাতি প্রীতি , অসাম্প্রদায়িক মনোভঙ্গি এবং মানবিকতাই ছিল সৃষ্টিমুখরতার মর্মমূলে ।
সাময়িকপত্র সম্পাদনাতেও তিনি রেখে গেছেন তাঁর প্রতিভার সাক্ষর । এ ক্ষেত্রেও তাঁর সৃষ্টিশীলতা তাঁকে প্রবাহিত করেছে সামাজিক অঙ্গীকারে ।
ভাবা যায় , সেই ১৯০৮ সালে আলোকিত কলকাতা থেকে শত শত মাইল দূরে , কাকিনার মতো অজপাড়াগাঁ থেকে বের করছেন মানসমৃদ্ধ নিয়মিত
সাহিত্য মাসিক “ বাসনা “ !
আবার পত্রিকাটিকে সচল রাখার জন্য স্বগৃহেই স্থাপন করেছেন ছাপাখানা “ সাহাবিয়া প্রিন্টিং ওয়ার্কস “ !
সেই সময়কার বাংলার সকল গুরুত্বপূর্ণজনই ছিলেন তাঁর লেখক।
এছাড়া আছে তাঁর সম্পাদিত কল্লোলিনী , জমজম ও রত্নপ্রদীপ । মাত্র ১০ বছর বয়সে “ রত্নপ্রদীপ “ তিনি হাতে লিখে প্রকাশ করতেন ।আমাদের সাহিত্যের ইতিহাসে সেটাই প্রথম হাতে লেখা দেয়াল পত্রিকা ।
একথা বলতেই হয় , মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের সঙ্গেই কেবল তুলনীয় তাঁর বহুমাত্রিক প্রতিভা ।
১৯৯৪ সালে আমার টিভি ম্যাগাজিন “ কথামালা “ র জন্য , বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে , এই কীর্তিমান সাহিত্যসাধকের উপর নির্মাণ করেছিলাম ৫৫ মিনিটের তথ্যচিত্র । সেটাই তাঁর উপর প্রথম পূর্ণাঙ্গ কাজ।
সে কাজে কথাশিল্পী মোশারেফ হোসেন সাজাহান ও বন্ধু আসাদুল হাবিব দুলুর অনেক সহযোগিতা পেয়েছিলাম ।
সে তথ্যচিত্রটি হয়তো বিটিভির আর্কাইভসে নাই ।
শত্রুর কর্ম সংরক্ষণের দায়িত্ব বর্তমান কর্তৃপক্ষ নেবে কেন !
তা সে কর্ম যত গুরুত্বপূর্ণই হোক !
শেখ ফজলল করিমের স্মৃতির প্রতি পেশ করছি আমার গভীর শ্রদ্ধা ।