1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

টঙ্গীতে মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৩ বার

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেটে মাত্র ১৪ দিনে এ ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শত শত মহিলা ও কলেজ পড়ুয়া ছাত্রী রাস্তায় দাড়িয়ে আন্দোলন করতে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ চেষ্টা চালিয়ে যায়।

ভুক্তভোগী ইমা আক্তার বলেন, আমার ১ লক্ষ টাকা লাভের আশায় এইসিওএস কোম্পানিতে বিনিয়োগ করি। কিন্তু আজকে সকালে এসে দেখি প্রতিষ্ঠানের অফিসে তালা ঝুলানো। শুধু আমি না আমার মতো আরো ৪ হাজার মেয়ে লাভের আশায় এই প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।
ভুক্তভোগী মারিয়া আক্তার বলেন, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্রী। আমার দুই বান্ধবীর মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের সদস্য হই এবং ৫০ হাজার টাকা বিনিয়োগ করি। কিন্তু আজকে সকালে এসে দেখি প্রতিষ্ঠানের অফিসে তালা ঝুলানো। আমার আয়ের টাকায় আমার পরিবার চলে, কিন্তু এই পরিস্থিতির কারণে ‍বর্তমানে আমার পরিবারকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে।
ভুক্তভোগীরা আরও জানান, প্রতিষ্ঠানের ভিতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। প্রতিষ্ঠানের ভিতরের কোন তথ্য বাইরের কারও সাথে আদান-প্রদান নিষিদ্ধ ছিল। এছাড়া অফিসটি পূর্বে বোর্ড বাজারে ছিল। কিন্তু অফিসটিতে গণমাধ্যমকর্মীরা গিয়ে অফিস সম্পকে বিস্তারিত জানতে চাইলে দ্রুত তাঁরা প্রতিষ্ঠানটি হোসেন মার্কেটে স্থানন্তর করেন।

জানা গেছে, গাছা থানা মহিলা শ্রমিকলীগ নেত্রী নিশী আক্তার এই কর্মকান্ডের সরাসরি সাথে জড়িত। তিনি বলেছেন, যদি এই প্রতিষ্ঠান ভুক্তভোগীদের টাকা না ফিরিয়ে দেয়, তাহলে তিনি তার বাড়ি-ঘাড়ি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করবেন। তাছাড়া নিশি আক্তার প্রতিষ্ঠানের সাখে জড়িত থাকার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এছাড়াও শ্রমিকলীগ নেত্রী রওশনারা আক্তার রুপা ও পারভীন আক্তারের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, টঙ্গী হোসেন মার্কেটে এইসিওএস কোম্পানি মহিলা এমএলএম কোম্পানি মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এক পর্যায়ে মহিলা ও কলেজ পড়ুয়া ছাত্রী রাস্তায় দাড়িয়ে আন্দোলন করে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম