নিজস্ব প্রতিবেদক- মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার _
হেফাজতে ইসলামের আমির ও দেশের ঐতিহ্যবাহি হাটহাজারি মাদ্রাসার (কওমি) সদ্য বিদায়ী মুহতামিম আল্লামা আহমদ শফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় মুহতামিম পদ থেকে সরে দাড়িয়েছিলেন। রাতেই তাঁকে অ্যাম্বুলেন্স যোগে মাদ্রাসা থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। ভোরে তাঁর অবস্থার অবনতি ঘটলে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় আনা হয়। ঢাকায় তাঁকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে এ হাসপাতালেই তিনি ইন্তেকাল করেন।
দেশের একজন বরেণ্য প্রবীন আলেম হিসাবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে গঠিত হেফাজতে ইসলামের ডাকে ২০১৩ সালের এপ্রিল ও মে মাসে ফ্যাসিবাদ ও ইসলাম বিদ্ধেষী চক্রের বিরুদ্ধে দেশব্যাপি গণজাগরণ তৈরি হয়েছিল।
তাঁহার জানাজার নামাজ আগামীকাল ১৯ সেপ্টেম্বর ২০ শনিবার বাদ জোহরের নামাজের পর হাটহাজারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।