মো. আবদুস সবুর, চট্টগ্রাম :
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকাল ৯ টায় ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পমাল্য অর্পন শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিপন্ন গণতন্ত্র উদ্ধারই জনগণের মুক্তি।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপি অনেক চড়াই উৎরাই বর্তমানে খাঁটি সোনায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হোক, স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র মুক্ত হোক। জনগণের হাহাকার বুঝার শক্তি সরকারের নাই। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, বিএনপি নেতা আবদুল মন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদসহ অসংখ্য ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।