1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেডিকেল টেকনোলজিষ্টদের অনশনের ৭ দিন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

মেডিকেল টেকনোলজিষ্টদের অনশনের ৭ দিন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতীক্ষা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বার

সরকারের রাজস্বখাতে নিয়োগবঞ্চিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্টরা আজ ৭ দিনের মত আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। অপেক্ষার প্রহর গুনছেন কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিয়োগের জন্য ঘোষণা দিবেন। কিন্তু এখন পর্যন্ত সরকার কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা কোন সাড়া পাননি।

অনশনে অংশগ্রণকারী মেডিকেল টেকনোলজিষ্ট মিজানুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে একটি ঘোষনার মাধ্যমে করোনা পরীক্ষা ও চিকিৎসার সাথে সংযুক্তদেরকে শিক্ষাগত ও কাড়িগরি যোগ্যতার ভিত্তিতে অন্যান্য বিষয় শিথিল করে তাদের নিয়োগদানের আশ্বাস দেন। এরপর মহামান্য রাষ্ট্রপতির বিশেষ প্রমার্জনায় এবং প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে সরকারের রাজস্বখাতে মেডিকেল টেকনোলজিষ্টদের দুইধাপে ২০২ জনকে নিয়োগ দেয়া হয়। যাদের ভাইভা চলতি সেপ্টেম্বর মাসের ১ ও ২ তারিখ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, রাজস্বখাতে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতর সরকারের বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটে অস্থায়ী কিংবা স্বেচ্ছাসেবী’র ভিত্তিতে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টদের তালিকা চেয়ে চিঠি দিয়েছিলেন। সেঅনুযায়ী সকল প্রতিষ্ঠান তালিকা প্রেরণ করেছিল। কিন্তু দুভাগ্যজনকভাবে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত কেউই রাজস্বখাতে নিয়োগ পাননি। তাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে অনশেনে নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশণ অব্যাহত থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় আছি।

এদিকে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টরা নিয়োগ বঞ্চিত হয়ে অনশন আন্দোলনের কারণে পুরো চিকিৎসা ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্থ হয়। এমতাবস্থায় রাজস্বখাতে নিয়োগের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ অত্র হাসপাতালে কর্মরত অউটসোর্সিং/ সেচ্ছা শ্রম এর ভিত্তিতে তারিখে ১৩ জনের তালিকা ২৬ জুলাই ২০২০ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠায়, যার স্মারক নং- এসআরজিআইএইচ/প্রশাসন/২০১৯-২০২০/১৯৮৪ ও এসআরজিআইএইচ/প্রশাসন/২০১৯-২০২০/১৬৬৬ এবং এসআরজিআইএইচ/প্রশাসন/২০১৯-২০২০/১৬৬৭।

জানতে চাইলে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক অধ্যাপক ডা.গোলাম কিবরিয়া বলেন, কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টদের অনশনের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা চরমভাবে ব্যহত হচ্ছে, কারণ হাসপাতালের ল্যাবরেটরীর কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। বিশেষ করে আইসিইউতে থাকা রোগীরা ক্রমেই ঝুঁকির মধ্যে পরছেন। সংকট নিরসনে আন্দোলনকারীদের রাজস্বখাতে নিয়োগ না পাওয়ার বিষয়ে ইতোমধ্যে আমরা স্বাস্থ্য অধিদফতেরর মহাপরিচালককে টেলিফোনে ও চিঠির মাধ্যমে অবহিত করেছি।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আগামীকাল সোমবার ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে দেখা করতে যাবো।

আমরণ অনশনকারী মেডিকেল টেকনোলজিষ্টরা জানান, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক ১৩ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টকে অত্র প্রতিষ্ঠানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার সাথে সংযুক্ত করেন। এছাড়া ডেঙ্গু শনাক্তকরণে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকলেও ২৫০ শয্যার এই হাসপাতালে কোন রাজ্স্বখাতভূক্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) কর্মরত নেই।

আন্দোলনকারীরা জানান, করোনা মহামারী চিকিৎসার জন্য বাংলাদেশে একমাত্র প্রথম ডেডিকেটেড হাসপাতাল হিসেবে শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনিস্টিটিউটকে ঘোষণা করে। অথচ যারা জীবনের মায়া ত্যাগ করে সাপ্তাহিক কিংবা আইসোলেশন ছুটি বাদ দিয়ে সপ্তাহে সাতদিন কর্মস্থলে থেকে সেবা দিয়ে যাচ্ছে তারাই আজ নিয়োগ বঞ্চিত! চিকিৎসাসেবা পরিচালনা করতে গিয়ে মেডিকেল টেকনোলজিষ্টদের ২ জন সহ তাদের পরিবারের ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করেন মেডিকেল টেকনোল

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম