নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত আলেমেদীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বরিশাল বিভাগীয় যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ খলিলুর রহমান।
জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদ বলেন, আল্লামা আহমদ শফী শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মুসলিম উম্মাহর অভিভাবক ছিলেন। এই শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি আজীবন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। আল্লাহ্ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমীন।