কক্সবাজার প্রতিনিধি।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁহ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহত্তম মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর( শুক্রবার) বিকালে ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে কাঙ্খিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা আ’ লীগ সভাপতি আবু তালেব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সদর আ’ লীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, বিশিষ্ট শিল্পপতি আহমদ করিম সিকদার, অধ্যাপক এছারুল করিম, ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, কাফি আনোয়ার, মিছবাহ উদ্দিন, আ’ লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, ডাক্তার মমতাজুল ইসলাম, শাহজাহান মনির প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট কমিটির সভাপতি মাষ্টার হারুনর রশিদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুল মজিদ খান, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, মাষ্টার আহমদ কবির, প্রধান সমন্বয়ক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও নুরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় কালারমারছড়া ফুটবল একাডেমী মহেশখালী ২-০ গোলে ফুটবল প্রশিক্ষণ একাডেমী রামুকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন রেফারি আবুল কাসেম, সুমন দে, জয়নাল ও আহমদ কবির।