কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের ৮ থানাগুলোতে নতুন ৮ জনকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা পু্লিশ সুপার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারে বিভিন্ন থানায় পদায়ন হওয়া অফিসারদের দ্রুত সময়ে মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
কক্সবাজারে নতুনভাবে পোস্টিং হওয়া আট থানার ৮ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন- শেখ মুনির উল গিয়াসকে কক্সবাজার সদর মডেল থানা, মো. হাফিজুর রহমানকে টেকনাফ মডেল থানা , আহম্মদ সনজুর মোরশেদকে উখিয়ায়, মো. আব্দুল হাইকে মহেশখালী , শাকের মোহাম্মদ যুবায়েরকে চকরিয়া, কেএম আজমিরুজ্জামানকে রামু, মো. সাইফুর রহমান মজুমদারকে পেকুয়া ও মো. জালাল উদ্দিনকে কুতুবদিয়া থানায় পদায়ন করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।