“জয় হোক মানবতার । স্যালুট জানাই করোনা যোদ্ধাদের ।।” নিজস্ব প্রতিবেদক
করোনাকালিন সময়ে মানবিক কাজ ও সচেতনতামূলক কার্যক্রমে অসামাণ্য অবদান রাখায় বাংলাদেশ থেকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবিক ব্যক্তিত্ব ও ময়ূরপঙ্খীর আজীবন সদস্য “মোঃ জামাল উদ্দিন সিকদার” মহোদয়কে “করোনা যোদ্ধা” ময়ূরপঙ্খী গ্লোবাল অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করা হয় । ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করেন।
উল্লেখ্য, মানবতার কল্যাণে নিবেদিত মানবিক ব্যক্তি ও সংগঠনকে করোনাকালিন মানবিক কাজের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভ: রেজি: নং: ঢ-০৯৫৮৭) এর পক্ষ থেকে এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করা হয়েছে ।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে জামাল উদ্দিন বলেন, ময়ূরপঙ্খী থেকে করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে আমি আনন্দ অনুভব করছি। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি ময়ূরপঙ্খী সংস্থাকে আমাকে সম্মানিত করার জন্য। সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল।