কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিন কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ে ৪ দোকান মালিককে ১লক্ষ,৭৫ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার আগানগর ও শুভাঢ্য ইউনিয়নের কয়েকটি এলাকায় অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার কিক্রয়ের দায়ে ৪টি দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ১লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
এসময় আগানগরের ছোট মসজিদ এলাকার শামিমা এন্টারপ্রাইজ এর মালিককে ১ লক্ষ টাকা ও সোহাগ ব্রেড নামের বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শুভাঢ্যা ইউনিয়নের তেলঘাট এলাকার মদিনা টেলিকমকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা, নামহীন অপর এক দোকান মালিককে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশককে লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযত আইনানুগ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরন না করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এছাড়া অনেকেই বৈধ কাগজপত্র দেখাতে পারেনী।
তিনি আরো বলেন,বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।