শাহাদাত হোসেন,রাউজানঃ
রাউজানের সাংসদের পুত্র তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী বলেছেন,একসময় রাউজান ছিল সন্ত্রাসীদের।এখন সন্ত্রাস বলতে কিছুই নেই।আমি চাই রাউজানের ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-জাতি ও মানবতার সেবায় কাজ করবে।যারা গরীব মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে লেখাপড়া করতে পাচ্ছেনা, তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে লেখাপড়া করার জন্য সুযোগ্য করে দিতে হবে।তাহলে রাউজান হবে একটি শিক্ষিত উপজলা। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ৭নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের মাঠে গরীব কলেজ শিক্ষার্থীদের ভর্তির জন্য এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাউজান সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,ইউপি চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, আব্বাস উদ্দিন আহমেদ,লায়ন সাহাবুউদ্দিন আরিফ, দইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন,যুবলীগ নেতা সারজু মোহাম্মাদ নাছের,সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, আরমান সিকদার,ফয়সাল মাহমুদসহ আরো অনেকেই।একইদিনে চিকদাইর ইউনিয়নে বৃক্ষরোপণ করেন তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী। এসময় স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী,হানিফ মেম্বার,যুবলীগ নেতা জাহেদুল আলম জাহেদ,শাহ্জাহান,নেজাম উদ্দিন,জসিম উদ্দিন,জানে আলম মিনহাজ,দেলোয়ারসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।