নিজস্ব প্রতিবেদক : সৎ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছেন কারানির্যাতিত নেতা রেজাউল করিম রেজা। আজ ১লা সেপ্টেম্বর তার জন্মদিন। দিনটি উপলক্ষে বিশেষ কোন আয়োজন কিংবা কেক না কাটলেও পরিবারকে সময় দেন তিনি।
জানা যায়, হজ্ব করে আসার পর থেকে জন্মদিনকে কেন্দ্র করে কোনো কেক কাটেন না যুবনেতা রেজা। তবে দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হলেন যুবলীগের জনপ্রিয় এই নেতা।
উল্লেখ্য, সেনা শাসনামলে বর্তমান প্রধানমন্ত্রীর গ্রেফতারের সংবাদে পাগলের মতো ছুঁটে যায় রেজা। রায়সা বাজারে অবস্থিত আদালতের সামনে। পুলিশের প্রিজন ভ্যান আগলে শেখ হাসিনাকে বহন করা গাড়ির সামনে নেতাকর্মীদের নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন। স্লোগানে স্লোগানে সকালের নিরবতাকে কম্পিত করেছিলেন রাজপথ। হঠাৎ পুলিশের হানা, লাঠিচার্জ শুরু করে শেখ হাসিনার মুক্তির দাবি করা মিছিলের ওপর। যে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন আজকের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অল্পের জন্য পুলিশের গাড়ী চাপা থেকে প্রাণে বেঁচে গেলেও আটক হয়েছিলেন তিনি।