1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয়তাবাদী_দর্শন_এবং বুড়িচং_ব্রাহ্মণপাড়ার_উন্নয়ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

জাতীয়তাবাদী_দর্শন_এবং বুড়িচং_ব্রাহ্মণপাড়ার_উন্নয়ন

লেখক: শওকত_মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৭ বার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার উন্নয়ন দর্শনে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় উন্নয়নের রূপকল্প তৈরি করেছেন শওকত মাহমুদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিয় বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসের সামনে উন্নয়ন ভাবনাটুকু তুলে ধরা হলো।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “মানুষের জন্মভূমি তিনটি- ১. পৃথিবী ২. যে মাটিতে জন্ম ৩. তার স্মৃতিলোক। এই এই স্মৃতিলোক তাকে প্রতিদিন জন্ম দেয় নতুন ছাঁচে”। কুমিল্লায় আমার জন্ম। বাংলাদেশ আমার মাতৃভূমি। গোটা দুনিয়ায় কতই না জনপদ আর কোটি কোটি মানুষ। আমার স্মৃতিলোকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বাংলাদেশ এবং বিশ্বের দেশে দেশে ভ্রমণ এবং মানুষের আলাপচারিতা। ছোটবেলা থেকেই আমার অভ্যাস মানুষকে নানাভাবে দেখা। কি বলছে, কেন বলছে, কেমন করে বলছে, কোন কোন শব্দের উপর গুরুত্ব দিচ্ছে, কোন কোন কথার সঙ্গে কোনো অঙ্গভঙ্গি। এসবের সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন শরীফ, অন্যান্য ধর্মগ্রন্থ, পয়গম্বর, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, দার্শনিক, সাহিত্যিকদের জীবনী ও সৃষ্টি, বিশ্ব ইতিহাস প্রবৃত্তি পড়ে পড়ে যে মননকে অনুভব করছি তা একটা বিশ্বাসে স্থিত হয়েছে। তা হল-
আমার প্রকৃত জন্মভূমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের চাইতে এত আলোকিত অথচ উন্নয়নের অধিকারবঞ্চিত, এত ধর্মপ্রাণ অথচ অসাম্প্রদায়িক, রাষ্ট্র সচেতন কিন্তু জাতীয়ভাবে অবহেলিত, এত সৃষ্টিশীল কিন্তু দারিদ্র আর সুযোগহীনতায় কোণঠাসা মানুষ কমই দেখেছি।
১৯৭১ সালে যে এলাকা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মুক্তিযুদ্ধার জন্ম দিয়েছে, যে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী তথা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জনক কে জন্ম দিয়েছে, যে এলাকার সন্তানেরা গোটা চট্টগ্রাম বিভাগের লেখাপড়ায় সবচেয়ে ভালো রেজাল্ট করে, সেই এলাকাকে পেছনে রেখে বাংলাদেশ এগোতে পারে না। কৃষিবিদেরা বলেন, ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃষকেরা দারুন জ্ঞানী। নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে তারা অগ্রগামী। ফসল ফলাতে পারে ব্যাপক উদ্যমে। অথচ তার ন্যায্য দাম পায়না উৎপাদনের পরবর্তী সময়ে। যার ফলে কৃষি ঋণ শোধ করতে না পারায় প্রতিবছর লাল সার্টিফিকেটে নিঃস্ব হয়ে তারা উৎপাদন বিমুখ হচ্ছে।’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যেভাবে চলে এসেছে, সেই ধারার পরিবর্তন আমাদের সামনে দৃশ্যমান। রাজনীতি, উন্নয়ন-নীতি সবক্ষেত্রেই বাংলাদেশ এখন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। সেই পরিবর্তন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জন্যও প্রযোজ্য। সেই ক্ষেত্রে ভূমিকা নিতে হবে আলোকিত প্রবীণ ও তরুণদের। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত ব্যাপকসংখ্যক তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এলাকায় আরও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করতে হবে। গোমতী নদীকে কৃষকের স্বার্থে এমন ভাবে শাসন ব্যবস্থা করতে হবে যেন আমাদের ফসলের উৎপাদন বাড়ে। যেন ফসলের ন্যায্যমূল্য পাওয়া যায় আর দায়-দেনায় নিঃস্ব হয়ে না যায়। জ্বালানি খাতের ব্যয় কমাতে সহজ ও সুলভ জ্বালানির ব্যবস্থা করা প্রয়োজন।

আমাদের এলাকার পাশদিয়ে গ্যাসের লাইন গেছে। সে পাইপলাইন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আনতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন এমনভাবে নিশ্চিত করতে হবে যেন প্রতিটি রাস্তা অল্পতেই ভেঙে না যায়। প্রশাসনিক দুর্নীতি বন্ধ করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে। প্রকৃত অপরাধীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে অথচ নিরীহ মানুষ হয়রানি মূলক মিথ্যা মামলার শিকার হচ্ছে। ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। যেকোনোভাবে মাদককে রুখতে হবে। মাদকসেবী ও ব্যবসায়ীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর জন্য ধর্মীয় ও সামাজিক অনুশাসন কে ইতিবাচকভাবে বিস্তার করতে হবে। একইভাবে ঘরে-ঘরে, গ্রামে-গ্রামে ঝগড়া-বিবাদ কমাতে সমাজ নেতাদের এগিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন সুস্থ রাজনীতি এবং মানুষের মতামত নির্ভর এক সমাজব্যবস্থা। তাহলেই আমরা আমাদের গৌরবময় ঐতিহ্যে ফিরে যেতে পারবো।

একটি অঞ্চলের মানুষ উদ্যমী হয়ে নিজেই আপন এলাকায় উন্নয়ন ঘটাতে পারে। কিন্তু একটা স্থান পর্যন্ত। যদি বাংলাদেশ সরকার সেই অঞ্চলের উন্নয়ন কে সমর্থন না করে তাহলে আমরা একটা নির্দিষ্ট ছকেই থেকে যাব। তাই সরকারের কাছ থেকে প্রয়োজন বড় ধরনের আর্থিক বরাদ্দ যাতে করে বড় ধরনের উন্নয়ন প্রকল্প, বৃহৎ শিল্প, হাসপাতাল, কারিগরি শিক্ষা কেন্দ্র, কম্পিউটার শিক্ষা ও প্রয়োগের ব্যবস্থা করা যায়। পাশাপাশি প্রয়োজন শিল্প স্থাপনে ব্যাংক ঋণ প্রাপ্তির ব্যবস্থা, পর্যাপ্ত কৃষি ও শিক্ষা ঋণ, নারী শিক্ষার অগ্রগতি, জনগণের ক্ষমতায়নের ব্যবস্থা, কল্যাণকর দুর্নীতিমুক্ত প্রশাসন কাঠামো এবং আরো কিছু।

আমি বিশ্বাস করি.. বুড়িচং-ব্রাহ্মণপাড়া কে শিক্ষায়, উন্নয়নে, অর্থনীতিতে জাগিয়ে তোলা সম্ভব এবং এর জন্য আমাদের প্রবীণ ও নবীনেরাও প্রস্তুত। এখন প্রয়োজন তাদেরকে ঐক্যবদ্ধ করার স্ফুলিঙ্গ। এলাকার মুরুব্বিরা, সর্বস্তরের মানুষ, আলেমসমাজ, অভিজ্ঞজন এবং তরুণেরা যারা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে আছেন, তাদেরকে নতুন শক্তিতে ঐক্যবদ্ধ করার একটা স্ফুলিঙ্গ প্রয়োজন। আর তা আসতে হবে রাজনীতি থেকে সত্তিকারের জনপ্রতিনিধি থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে দুর্নীতিমুক্ত, জনমুখী, নির্লোভ, স্বপ্নে বিশ্বাসী নেতৃত্ব অপরিহার্য হয়ে পড়েছে। তিনি একই সঙ্গে বুড়িচং-ব্রাহ্মণপাড়া কে জাতীয় উন্নয়নের সঙ্গে সংযোগ ঘটাতে পারবেন এবং গোটা জাতিকে দেখাবেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া হবে আগামী বাংলাদেশের পরিবর্তনের আদর্শ।।
সৌজন্যে ঃ শওকত মাহমুদ সমর্থক গোষ্ঠী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম