কে এম ইউসুফ :
স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা, চট্টগ্রামের সংবাদপত্র এবং সাংবদিকতার পথিকৃত, এতদঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার মরহুম আলহাজ্ব আবদুল খালেক- এর ৫৮ তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্বাধীন বাংলা সংবাদপত্র পাঠক সমিতি’র সভাপতি আলহাজ্ব এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
সেমিনারে নগরী ও জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৈনিক আজাদী এবং ইঞ্জিনিয়ার আবদুল খালেকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রত্যাশা করেন। মাননীয় তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধসহ বাঙ্গালীর প্রতিটি আন্দোলন সংগ্রামে অনন্য ভূমিকার জন্য ইঞ্জিনিয়ার আবদুল খালেক এবং দৈনিক আজাদী অন্যতম প্রশংসার যোগ্য বলে মন্তব্য করেন।