1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

তবিবুর রহমান তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৩ বার

প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক ইবরাহীম খাঁর জন্ম ১৮৯৪ সালের পহেলা সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাবাজনগর (বিরামদী) গ্রামে। তিনি ১৯১২ সালে পিংনা হাইস্কুল থেকে এন্ট্রান্স, ১৯১৪ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে আইএ, ১৯১৬ সালে কলকাতা সেন্ট পলস কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স, ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন।
টাঙ্গাইলের করটিয়া ইংরেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৯২০ সালে যোগদান করেন। ১৯২০ সালেই তিনি ভারতীয় কংগ্রেস পার্টিতে যোগদান করেন। অতঃপর তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনে (১৯২০-২২) সক্রিয় অংশগ্রহণ করেন। তার চেষ্টাতেই স্কুলকে জাতীয় বিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৯২৪ সালে আইনে ডিগ্রি নিয়ে ময়মনসিংহ জজ কোর্টে আইন ব্যবসায় নিয়োজিত হন। ঐ সময় তিনি ময়মনসিংহে ‘আল হেলাল সাহিত্য সমিতি’ গঠন করে তরুণদের সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করার প্রয়াস পান।

১৯২৬ সালে করটিয়ার জমিদার ও দানবীর ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার অর্থসাহায্যে সা’দৎ কলেজ প্রতিষ্ঠা করে উপমহাদেশে মুসলিম শিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। ১৯৪৭ সাল পর্যন্ত তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন। এক সময় উক্ত কলেজ ‘বাংলার আলীগড়’ হিসেবে পরিচিতি লাভ করে। এ কারণে সমসাময়িককালে তার নামের সাথে ‘প্রিন্সিপাল’ শব্দটি অনিবার্যভাবে যুক্ত হয়ে পড়ে। ১৯৩৭ সালে মুসলিম লীগে যোগ দিয়ে অবিভক্ত বাংলার আইন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পাকিস্তান আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার। ১৯৪৬ সালে মুসলিম লীগের প্রার্থীরূপে টাঙ্গাইল থেকে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। প্রাদেশিক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন পুরো পাকিস্তান আমলের ২৪ বছর। তৎকালীন পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রথম সভাপতি ছিলেন ১৯৪৮ থেকে ’৫২ সাল পর্যন্ত। ১৯৫৩ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২ সালের ময়মনসিংহ-২ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে মুসলিম লীগের (কাইয়ুম) মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৬৭ সালে রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত জাতীয় আদর্শের পরিপন্থী সমর্থন জ্ঞাপন করেন। বিভিন্ন সময় তিনি স্থাপন করেছিলেন ভুঞাপুরে হাইস্কুল, বালিকা বিদ্যালয়, কলেজ, করটিয়া জুনিয়র গার্লস মাদরাসা ইত্যাদি। মিরপুর বাংলা কলেজ প্রতিষ্ঠায়ও তার অবদান অনেক।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। অসংখ্য ছোটগল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনী ও শিশুপাঠ্য গ্রন্থ রচনা করে তিনি স্মরণীয় ভূমিকা পালন করেছেন। প্রকাশিত গ্রন্থ ও নাটক : কামাল পাশা (১৩৩৪), আনোয়ার পাশা (১৩৩৭), ঋণ পরিশোধ (১৯৫৫), ভিস্তি বাদশা (১৩৫৭), কাফেলা। উপন্যাস : বৌ বেগম (১৯৫৮)। গল্পগ্রন্থ : আলু বোখারা (১৯৬০), উস্তাদ (১৯৬৭), দাদুর আসর (১৯৭১), মানুষ। স্মৃতিকথা : বাতায়ন (১৩৭৪), লিপি সংলাপ। ভ্রমণকাহিনী : ইস্তাম্বুল যাত্রীর পত্র (১৯৫৪)। শিশুসাহিত্য : ব্যাঘ্রমামা (১৯৫১), শিয়াল পণ্ডিত (১৯৫২), নিজাম ডাকাত (১৯৫০), বেদুঈনদের দেশে (১৯৫৬), ছোটদের মহানবী সা: (১৯৬১), ইতিহাসের আগের মানুষ (১৯৬১), গল্পে ফজলুল হক (১৯৭৭), ছোটদের নজরুল ইত্যাদি। ধর্মবিষয়ক গ্রন্থ : মহানবী মুহাম্মদ, ইসলামের মর্মকথা, ইসলাম সোপান, ছোটদের মিলাদুন্নবী।
শিক্ষাবিষয়ক গ্রন্থ : আমাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির মর্মকথা, নীতিকাহিনী।
ইব্রাহীম খাঁর রচিত গ্রন্থের সংখ্যা মোট ১১৮টি। এর মধ্যে ১৮টি অনুবাদ গ্রন্থ, ইংরেজিতে লেখা গ্রন্থের সংখ্যা ১২ এবং বাংলা ভাষায় রচিত মৌলিক গ্রন্থের সংখ্যা মোট ৮৮টি। ইংরেজিতে লেখা তার বিখ্যাত গ্রন্থ ‘এনেকডোটস ফ্রম ইসলাম’ একটি মূল্যবান গ্রন্থ। এটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

ব্রিটিশ আমলে ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ এবং পাকিস্তান আমলে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধি লাভ করেছিলেন। ১৯৬৩ সালে পাকিস্তান সরকার তাকে ‘তঘমা-এ-কায়দে আযম’ খেতাব প্রদান করেন। ১৯৭১ সালে পাক বাহিনীর নৃশংসতার প্রতিবাদে তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯৭৩ সালে তিনি নাটকে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’ লাভ করেন। ১৯৭৭ সালে তিনি ভূঞাপুর ‘সাহিত্য সংসদ’ গঠন করে একুশে পদকের সব অর্থ ও কিছু জমি উক্ত সাহিত্য সংসদে দান করেন। মুসলিম নবজাগরণ, শিক্ষা-সাহিত্য ও সমাজকল্যাণে কৃতিত্বপূর্ণ অবদান রেখে গেছেন।এদেশের শিক্ষা, সাহিত্য, সমাজসেবা ও রাজনীতির ক্ষেত্রে তিনি অসাধারণ অবদান রাখেন। তিনি সমধিক পরিচিত ছিলেন ‘প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’ হিসেবে। মৃত্যুবরণ করেন ঢাকায় ২৯ মার্চ, ১৯৭৮ সালে।
মহান আল্লাহ ক্ষণজন্মা এই কর্মবীরের সব ভাল কাজ কবুল আর ভুল-ভ্রান্তি ক্ষমা করে উত্তম মর্যাদা দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম