নইন আবু নাঈমঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বর্তমানে অবস্থান করছে নারায়ণগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ভাসমান হাসপাতাল ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮:০০ টা থেকে কালিকাবাড়ী ইউনিয়ন পরিষদে ক্যাম্পিং এর মাধ্যমে হাসপাতালে সাতজন মেডিকেল অফিসার রোগী দেখা শুরু করেন ১ টাকা ফির মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে পরমর্শ পত্র ও বিনামূল্যে ৩ থেকে ৭ দিনের ঔষধ।
বেলা ১১:০০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল এর স্বেচ্ছাসেবক মোঃ ফারুক আহমেদ বলেন ১ টাকার মাধ্যমে তাদেরকে পরামর্শ পত্রের সাথে দেওয়া হচ্ছে ৩ থেকে ৭ দিনের ঔষধ।
নারায়ণগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতালটি বাংলাদেশ কোস্ট গার্ড এর সহযোগিতায় উপকূলীয় শহর গুলোতে ২ মাস যাবত এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।