মু. এরশাদ উল্লাহ সোহেল
মারপ্যাঁচ ও কুটচালের আরেক নাম ভিলেজ পলিটিক্স (গ্রাম্য রাজনীতি)। এখানে দাপট চলে মূর্খ মাতব্বরদের। প্রকাশ্য দুপুরে দলেবলে কলেকৌশলে ধর্ষণ করা হয় সত্যকে। এখানে শালিসের নামে চলে অমানবিক অত্যাচার। গ্রামে বাস করেন আর ভিলেজ পলিটিক্স এর বলি হননি এমন লোক পাওয়া মুশকিল। ভিলেজ পলিটিক্স এর নেপথ্যে থাকে সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক, কিছু মিচকা শয়তান, মুনাফিক। যারা ব্যালেন্স রক্ষা করে চলে এবং তিলকে তাল বানিয়ে উভয়দিক থেকে ফাঁয়দা হাসিল করতে চায়। অনেকক্ষেত্রে তারা সফলও। অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে এরা ভীষণ উস্তাদ।
গ্রামে প্রতিহিংসা একটু বেশীই। ধনীর সম্পদ কিভাবে খোয়ানো যায়, সম্মানীকে কিভাবে হেনেস্তা করা যায়, শিক্ষিতকে কিভাবে কোণঠেসে রাখা যায় এটাই ভিলেজ পলিটিশিয়ানদের আসল উদ্দেশ্য। সমাজের ভদ্রলোকেরা উল্টো ফাঁদে পড়ার ভয়ে এর প্রতিবাদ করেননা। কেননা গ্রামে আইনের চে লাঠি-সোঁটার কথা বেশি চলে।