1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনে পড়ে কি মরা নদী গোমতী কথা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

মনে পড়ে কি মরা নদী গোমতী কথা

আমিনুল হকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৬ বার

যার অবদানের জন্য আজকের কুমিল্লা।
শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অধীনস্ত একটি জেলা। শুরুর দিকে কুমিল্লা সমতট অঞ্চলের অন্তর্গত হলেও পরবর্তী কালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন ত্রিপুরা রাজ্য আক্রমন করে। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী কুমিল্লা দখল করে। ১৭৯০ সালে কোম্পানীর শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি হয়। ১৯৬০ সালে জেলার নাম করা হয় কুমিল্লা।

গোমতী নদী কুমিল্লার ঐতিহ্যবাহী নদী। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূবর্ প্রান্তীয় পার্বত্য অঞ্চল ডুমুর নামক স্থান থেকে উৎপন্ন। নদীটি উৎস থেকে পার্বত্যভূমির মধ্য দিয়ে ১৫০ কিমি সর্পিল পথ পার হয়ে কুমিল্লা সদর উপজেলার কটক বাজারের কাছে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের পর এটি আঁকাবাঁকা প্রবাহপথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে বয়ে চলেছে। প্রবাহপথের উত্তর দিকে বুড়িচং উপজেলাকে ডানে রেখে এটি দেবিদ্বার উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোম্পানীগঞ্জ বাজারে পৌঁছেছে। ময়নামতি থেকে কোম্পানীগঞ্জ বাজার পর্যন্ত নদীটির দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। কোম্পানীগঞ্জ থেকে পশ্চিম দিকে বাঁক নিয়ে নদীটি শেষাবধি দাউদকান্দি উপজেলার শাপটা নামক স্থানে এসে মেঘনা নদীতে পতিত হয়েছে। কোম্পানীগঞ্জ এবং দাউদকান্দির মধ্যে নদীর দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। বাংলাদেশ ভূখন্ডে গোমতী নদীর মোট দৈর্ঘ্য ১৩৫ কিমি। গোমতীর গুরুত্বপূর্ণ উপ-নদীসমূহের একটি ডাকাতিয়া এবং এর শাখা নদীর নাম বুড়ি।

এক সময় নদীটিকে কুমিল্লার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উভয় তীরে বাঁধ থাকার ফলে তা কৃষি ও সেচ কাজে সুফল বয়ে এনেছে। যদি নদীর উভয় তীরে রাস্তা পাঁকা করা হয় তবে এটির পর্যটনের গুরুত্বপূর্ণ স্থান হিসাবে গড়ে উঠার সম্ভাবনা রয়েছে । গোমতী তীব্র স্রোত সম্পন্ন একটি পার্বত্য নদী। কুমিল্লায় এর প্রবাহ মাত্রা ১০০ থেকে ২০,০০০ কিউসেক পর্যন্ত উঠানামা করে। নদীটির বর্ষাকালীন গড় প্রস্ততা প্রায় ১০০ মিটার। এ সময় নদীটি কানায় কানায় পূর্ণ থাকে এবং স্রোতও হয় দ্রুতগতি সম্পন্ন। কিন্তু শীত মৌসুমে এর গতিধারা সংকীর্ণ হয়ে আসে এবং অধিকাংশ স্থানে হেঁটেই নদী পার হওয়া যায়। স্বাভাবিক বৃষ্টিপাতের বছরে নদীর পানির উচ্চতা পার্শ্ববর্তী এলাকার স্তর থেকে ১.৫ মিটারের উপরে বৃদ্ধি পায়। আকস্মিক বন্যা এ নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এ বন্যা নিয়মিত বিরতিতে সংঘটিত হয়ে থাকে। এজন্য এ নদী একসময় ‘কুমিল্লা শহরের দুঃখ’ হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির ধ্বংসাত্মক প্রবণতা প্রতিরোধে এবং কুমিল্লা শহর রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বন্যা প্রতিরোধের জন্য বেরিবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে ১৯টি লুপকাট নির্মাণ করা হয়েছে। এসকল ব্যবস্থা গৃহীত হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় বন্যার প্রকোপে কুমিল্লা শহর বিপদাপন্ন হয়ে পড়ে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত আরও কিছুসংখ্যক প্রকল্প বাস্তবায়নের পর, বর্তমানে গোমতী দৃশ্যত নিয়ন্ত্রণাধীন।
এক সময় গোমতী নদীর মাছ কুমিল্লা জেলার চাহিদা মেটাতো। এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বড় বড় বোয়াল, শোল, কৈ, শিং, মাগুর, আইর, টাকি, টেংরাসহ সকল দেশীয় মাছ পাওয়া যেত। কালের বিবর্তনে গোমতীর নদীতে এখন আর আগের মতো বেশি বেশি মাছ পাওয়া যায় না। নানা কারণে গোমতী নদীতে মাছ কমে যাচ্ছে। বৈশাখ-জৈষ্ঠ্যমাসে গোমতী নদীতে কোথাও কোথাও চর দেখা যায়। ড্রেজিং করা হয় না বলে নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে মাছের চারণক্ষেত্র নষ্ট হচ্ছে। অন্যদিকে গোমতী নদীর দুই তীরে প্রকৃতির হাতছানি যেই কাউকেই মুগ্ধ করবে। গোমতী নদীর বিশাল দু’পারে মাইলের পর মাইল গাছ রয়েছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে গোমতী নদীর পাড়ে আরও প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।

নদীটিতে বৃহৎ নৌকা চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নেই। কুমিল্লা ময়নামতি, বুড়িচং, কোম্পানীগঞ্জ, মুরাদনগর এবং দাউদকান্দি এ নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। দাউদকান্দি পযন্ত গোমতী জোয়ারভাটা প্রভাবাধীন, কিন্তু উজান অঞ্চলে জোয়ারভাটার প্রভাব পরিলক্ষিত হয়না।

সাংস্কৃতিক লীলাভূমি ঐতিহ্যবাহী কুমিল্লার প্রাচীন শহরকে সিটি কর্পোরেশনের রূপ দিলেও এখান গড়ে ওঠেনি তেমন কোনো বিনোদন কেন্দ্র ঢাকার হাতির ঝিলের আলোকে গড়ে উঠতে পারে কুমিল্লার গোমতী নদীর কিছু এলাকাসমূহ। পাশাপাশি কুমিল্লার পুরাতন গোমতী নদীকে নিয়েও পরিকল্পনা করা যেতে পারে। দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে শুভপুর, গাংচর, মোগলটুলী, চৌধুরীপাড়া ও কাপ্তানবাজার এলাকায় বহু আগে ৪টি রাস্তা নির্মাণ করে মূল নদী থেকে পুরাতন গোমতীকে বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে মূল গোমতী নদীটি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করলেও গ্রীষ্মকালে দেখা যায় উল্টো চিত্র। গোমতী নদী নাব্যতা হারিয়েছে অনেক আগেই। দ্রুত ড্রেজিং করে নদীটির নাব্যতা ফিরিয়ে আনা জরুরী হয়ে পড়েছে। কারণ ধীরে ধীরে গোমতী নদী নাব্যতা হারিয়ে একসময় মূল গোমতী নদীটিও পুরাতন গোমতী নদীর মতো অবস্থা হবে। তাই সময় থাকতে কুমিল্লার ঐতিহ্য গোমতী নদীকে রক্ষা করা সময়ের দাবি। এদিকে অনেক ঝুঁকিতে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ দুই সেতু মেঘনা ও গোমতী সেতু। অপরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন করায় পিলারের মাটি সরে গেছে। এতে যানবাহন অতিক্রমের সময় কেঁপে উঠছে মেঘনা ও গোমতী সেতু। এজন্য সেতু দুটি রক্ষণাবেক্ষণে নতুন প্রকল্প নেয়াহেচ্ছে। আর এতে উপকৃত হবে কুমিল্লা তথা সারাদেশের জনসাধারণ। গোমতী নদীর দুই ধারকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সরকারি উদ্যোগ। দরকার প্রশাসনের হস্তক্ষেপ। তাহলেই গোমতী নদীর নাব্যতাসহ সব কিছুর সমাধান সম্ভব। দরকার প্রশাসনের একটু সুনজর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম