1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিডিয়া মালিক কীভাবে আরেক মিডিয়ার কর্মী হন? - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস ।

মিডিয়া মালিক কীভাবে আরেক মিডিয়ার কর্মী হন?

বিশেষ প্রতিবেদক অঃএসঃতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৯ বার

বাংলাভিশন কর্তৃপক্ষ ২০০৮ সালের মাঝামাঝি সময়ে মোস্তফা ফিরোজ দীপুকে নিউজ বিভাগের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) হিসেবে নিয়োগ দেন।
তার নিয়োগপত্রের শর্ত অনুযায়ী গত ১ এপ্রিল ২০২০ তারিখে কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেন। জানা গেছে, নিয়োগপত্রের এক জায়গায় স্পষ্ট লেখা আছে,
“ …… দুই মাসের আগাম নোটিশ প্রদান কিংবা দুই মাসের মূল বেতন সমর্পনের মাধ্যমে যে কোন পক্ষ যে কোন সময় চাকরি থেকে বিদায় নিতে বা দিতে পারবেন”।
সূত্র মতে, একই নোটিশে তার আর্থিক বিষয়গুলো ফয়সালার জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়। মোস্তফা ফিরোজ গত জুলাই মাসে নিজ স্বাক্ষরিত রশিদের বিনিময়ে বাংলাভিশনে থাকা তার ব্যক্তিগত জিনিসপত্র তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেনের মাধ্যমে সংগ্রহ করেছেন। চাকরি থেকে অব্যাহতির আগে গত ৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে মোস্তফা ফিরোজ দীপুকে দুই মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

নিয়োগপত্রের আরেকটি ধারাও মোস্তফা ফিরোজ দীপু লংঘন করেছেন। এই ধারাটিতেও স্পষ্ট লেখা আছে, “……বাংলাভিশন কর্তৃপক্ষের আগাম লিখিত অনুমতি ছাড়া আপনি পূর্ণ বা খন্ডকালীন, চুক্তিভুক্ত, স্থায়ী, সাময়িক, স্বেচ্ছাসেবামূলক কিংবা অন্য কোন প্রকৃতির অন্য কোন কিছুর সঙ্গে বা কোন চাকরিতে যুক্ত হবেন না”।
উল্লেখ্য যে, ২০১৯ সালে তিনি “ভয়েস বাংলা মিডিয়া সেন্টার” নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করে আসছেন। ঐ ওয়েবসাইটে তাকে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে সংবাদ উপস্থাপনা, রিপোর্টিং ও এডিটিং, সংবাদ প্রযোজক, ক্যামেরা জার্নালিস্ট, ভিডিও এডিটিং ও ডিজিটাল মিডিয়ার ওপর কোর্স পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে যে, বাংলাভিশন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে এই প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের অপ্রয়োজনীয় জনশক্তি হিসেবে বাংলাভিশনে নিয়োগের ব্যবস্থা করেন তিনি। এখানে আছে তার সীমাহীন দুর্নীতি।
মোস্তফা ফিরোজ দীপু “www.voicebanglabd24.com” নামে একটি নিউজ পোর্টালও প্রতিষ্ঠা করছেন।
১. এই পোর্টালের “Voice Bangla” নামে ইউটিউব চ্যানেল ২০১৭ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠা করেন।
২. এই পোর্টালের ফেসবুক পেজ প্রতিষ্ঠা করেন ২০১৯ সালের ২০ ডিসেম্বর।
৩. এই পোর্টালের ট্যুইটার পেজ শুরু হয় ২০১৭ সালের অক্টোবরে।
এটা ব্যাপকভাবে প্রচারিত যে, বাংলাভিশন থেকে ‘ফুটেজ’, ছবি ও সংবাদ অবৈধভাবে নিয়ে তা “www.voicebanglabd24.com” পোর্টালে আপলোড করা হয়, যা কপিরাইটের লংঘন ও অপরাধমূলক কার্যক্রম। এ ছাড়াও তিনি বাংলাভিশনের অফিস কক্ষে ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে ভিডিও ধারণ করে তা নিয়মিত ভয়েস বাংলায় আপলোড করতেন।
মোস্তফা ফিরোজ দীপু তার ভয়েস বাংলায় কখনো কখনো দেশের স্বনামধন্য রাজনীতিবিদ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটাক্ষপূর্ণ ভিডিও আপলোড করতেন। বাংলাভিশনের একজন সাংবাদিক হয়ে তিনি এ ধরণের কর্মকান্ড করায় কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়তেন। কারণ, এই টেলিভিশনটি শুরু থেকেই অত্যন্ত নিরপেক্ষভাবে পরিচালিত হয়ে আসছে। সংগত কারণেই বাংলাভিশনের সাংবাদিকরাও পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখবেন – এটাই প্রত্যাশিত। কিন্তু মোস্তফা ফিরোজ দীপু এসব কিছুর তোয়াক্কাই করতেন না। বাংলাভিশনের একাধিক সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বিভিন্ন জাতীয় দিবসে সরকারের পক্ষ থকে পাঠানো বিভিন্ন ‘তথ্যচিত্র’ কখনো কখনো তিনি প্রচার করতেন না। এটি হতে পারে তার খামখেয়ালিপনা, চরম অমনোযোগিতা কিংবা অন্তর্ঘাতমূলক কর্মকান্ড। তার এ ধরণের আচরণের জন্য তাকে নাকি একাধিকবার শোকজও করা হয়েছে। মোস্তফা ফিরোজ দীপু এসব কর্মকান্ডের জন্য কখনো মৌখিকভাবে, কখনো লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন।

শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের নিয়োগকৃত কিছু সংখ্যক কর্মী প্রকৃতপক্ষে “www.voicebanglabd24.com” -এর পক্ষে গোপনে কাজ করছিলেন। এর ফলে বাংলাভিশন আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে বলেও জানা গেছে।
নিয়োগপত্রের শর্তের পরিপন্থী কাজ করায় ২০১৯ সালের নভেম্বর মাসে এক সতর্কপত্রের মাধ্যমে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাভিশন কর্তৃপক্ষ তাকে নির্দেশ প্রদান করেন।
ঐ সতর্কপত্রের বাইরে মৌখিকভাবেও বাংলাভিশন কর্তৃপক্ষ তাকে কয়েক দফা সতর্ক করে দিয়েছিলেন প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ড থেকে সরে আসার জন্য। কিন্তু মোস্তফা ফিরোজ দীপু তাতে কান দেননি। একটি ইলেকট্রনিক মিডিয়ার কর্মী হয়ে তিনি একাধিক ইলেকট্রনিক মিডিয়া পরিচালনা করে আসছিলেন সেগুলোর মালিক হিসেবে। তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে বাংলাভিশনের কিছু সাংবাদিককে বিভিন্ন সময়ে কাজে লাগিয়েছেন নিজস্ব পদের প্রভাব খাটিয়ে। এমনকি অনেক সময় মোস্তফা ফিরোজ দীপু বাংলাভিশনের কর্মীদের মাঝে গর্ব করে জাহির করতেন তার কোন প্রতিষ্ঠানে কী পরিমান আয় হয়েছে। তার অনৈতিক এসব কর্মকান্ডে অনেকে বিব্রতও বোধ করতেন। সংবাদ বিভাগের প্রধান হিসেবে তার এ ধরণের কর্মকান্ডে প্রতিষ্ঠানটিতে পক্ষপাতিত্ব, বৈষম্য আর অনৈতিক তৎপরতাসহ অস্থির পরিবেশ সৃষ্টির আশংকা দেখা দিয়েছিলো। প্রতিষ্ঠানে শৃংখলা প্রতিষ্ঠায় তাই অনেক সময় কর্তৃপক্ষকে কঠোর হতেই হয়। যেমনটি ঘটেছে এক্ষেত্রে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম