স্টাফ রির্পোটার
রংপুরে এক মুরগী খামারে ভাঙচুর ও লুটপাট করেছে আজাদ বাহিনীর সন্ত্রাসীরা। এঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তভোগি খামারী। পরে, বিজ্ঞ আদালত সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি পিবিআইর হস্তান্তর করেছেন।
মামলার বিবরণে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউপির আরাজি প্রতাপ বিষু গ্রামের বুকুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম সাতদরগা বাজারের ফিড ব্যবসায়ী মীর আব্দুল আজাদের দোকোনে নগদ মূল্যে ফিড ক্রয় করে খামার পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে খামারী শরিফুল জানতে পায় যে, ন্যায্য মূল্যেও পরিবর্তে তাঁর নিকট চড়া মূল্যে ফিড বিক্রয় করে আসছে। বিষটি বুঝতে পেরে অন্যত্রে নগদ মূল্যে ফিড ক্রয় করে খামার পরিচালনা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে আজাদ বাহিনীর প্রায় ৮০/৯০জন সন্ত্রাসী ১৪ই সেপ্টেম্বর দুপুরে শরিফুলের খামারে ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এ খবর শরিফুল জানতে পেরে খামারে এসে ঘটনার সত্যতা দেখতে পায়। নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা ৫শতাধিক লেয়ার মুরগী ও ৪ হাজার ডিম নিয়ে বীরদর্পে চলে যায়।
ভাঙচুরের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রসহ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে দন্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩৫৪/৫০৬(২)/১১৪ ধারা মোতাবেক মামলা করেন। এতে আজাদ বাহিনীর সন্ত্রসীরা আরও ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছেন। এমনকি মামলা তুলে না নিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা সহ হত্যা করবে বলে হুমকি অব্যাহত রেখেছেন।