1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অপারেশন থিয়েটার থাকলেও হচ্ছেনা রোগীর অপারেশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

লালমনিরহাটে অপারেশন থিয়েটার থাকলেও হচ্ছেনা রোগীর অপারেশন

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৭ বার

অত্যাধুনিক ভবন ও সরঞ্জামসহ অপারেশন থিয়েটার(ওটি) থাকলেও চিকিৎসকের অভাবে লালমনিরহাটের ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে না কোন অপারেশন। ব্যবহার না হওয়ায় জরাজীর্ন হয়ে নষ্ট হচ্ছে ওটি রুমের মুল্যবান চিকিৎসা সরঞ্জাম।
জানা গেছে, লালমনিরহাট ২ আসনের একাংশ আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারী ভাবে গড়ে উঠে ৩১ শয্যা বিশিষ্ট আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নবম সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার গঠনের পরেই এ হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করতে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে একটি অত্যাধুনিক ভবন নির্মান করা হয়। সেখানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ অপারেশন থিয়েটার(ওটি) রয়েছে।

৫০ শয্যায় উন্নীত করায় জনবলও বাড়ানো হয়েছে। তবে তা কাগজ কলমে। বাস্তবে সৃষ্ঠিলগ্ন থেকে ৫টি বিষয়ের জুনিয়র কনসালটেন্ট ৫টি পদের সবগুলো শুন্য রয়েছে। ফলে অত্যাধুনিক অপারেশন থিয়েটার দেয়া হলেও তা ব্যবহার করার জন্য প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় তা অকার্যকর হয়ে পড়ে রয়েছে। রোগীর অপারেশন করতে অবস ও সার্জারী চিকিৎসক অাবশ্যক। কিন্তু অবস ও সার্জারী কনসালটেন্ট পদ থাকলেও তা পুরন হয়নি। সাম্প্রতি সময় সার্জারীর উপর বিশেষ প্রশিক্ষন সম্পন্ন একজন মেডিকেল অফিসার যোগদান করেছেন। তিনি ছোট ছোট অপারেশন গুলো সম্পন্ন করার ইচ্ছা করলেও কনসালটেন্ট অবস না থাকায় তা হচ্ছে না। ওটি রুমে অবস মেশিন রয়েছে, নেই অবস চিকিৎসক। ফলে জন্ম থেকে তালাবদ্ধ রয়েছে অপারেশন থিয়েটার। ব্যবহার না করায় জরাজীর্ন হয়ে নষ্ট হচ্ছে ওটি রুমের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী, মেডিসিন, অবস ও গাইনীসহ ৫টি বিষয়ের জুনিয়র কনসালটেন্ট ৫টি পদের সবগুলো শুন্য। ফলে বাধ্য হয়ে অপারেশনের রোগীকে রেফার্ড করতে হচ্ছে। সরঞ্জামাদিসহ অপারেশন থিয়েটার থাকলেও কনসালটেন সার্জারী ও কনসালটেন অবস না থাকায় ফোঁড়া, হাইড্রোসেল, হার্নিয়ার মত ছোট ছোট অপারেশনের রোগীকে সেবা দেয়া যাচ্ছে না। তবে কনসালটেন্ট সার্জারীর প্রশিক্ষিন প্রাপ্ত মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার যোগদানের পর থেকে ওটি রুম চালুর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কনসালটেন্ট অবস পদটি শুন্য থাকায় ছোট ছোট অপারেশন করার ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না। কনসালটেন্ট পদগুলো পুরনের জন্য প্রতিমাসে মন্ত্রনালয় ও অধিদপ্তরে চিঠি পাঠানো হলেও সুফল আসছে না।

রোগীরা সরকারী হাসপাতালে সঠিক চিকিৎসা না পেয়ে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে গরীব অসহায় রোগীরা অথেঁর অভাবে ক্লিনিকে চিকিৎসা নিতে না পারায় ধুকে ধুকে মরছেন। এ যেন, লালমনিরহাটে স্বাস্হ্য খাতে বেহাল দশা।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, বিশেষ করে সার্জারী ও অবস কনসালটেন্ট না থাকায় জেলার ৪টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি প্রায় জন্মলগ্ন থেকে বন্ধ রয়েছে। ওটি রুমে সব কিছু দেয়া আছে। প্রয়োজন শুধু অবস ও সার্জারী কনসালটেন্ট। জনবল চেয়ে মন্ত্রনালয় ও অধিপ্তরে নিয়মিত চিঠি পাঠানো হলেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।
লাভলু শেখ লালমনিরহাট।
০১৭১০২৬৪৩৭২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম