আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় মাদকসহ
সাইফুল মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে
এলাকাবাসী। বুধবার বিকালে বাঘড়ার কাঠাল বাড়ি বড় পুকুর পাড়ে সাইফুলকে
আটক করে এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়
ইউপি সদস্য আব্দুল মজিদসহ স্থানীয়রা জানায়, কাঠাল বাড়ির দ্বীন ইসলাম
মোল্লার ছেলে সাইফুল এলাকার চিহ্নিত মাদকসেবী। তাকে মাদকসহ হাতে নাতে
ধরা হয়েছে। পুলিশে খবর দিলে এসআই আবুল কালম ঘটনাস্থলে এসে তাকে থানায়
নিয়ে যান। এব্যাপারে শ্রীনগর থানার এসআই আবুল কালাম জানান,
প্রাথমিকভাবে সাইফুল স্বীকার করে ইয়াবা সেবনের জন্য সাখে রেখেছে। তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।