গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলাটিপে হত্যা মামলায় বৃহ¯পতিবার তিন আসামীকে আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। কারাদন্ড প্রাপ্তরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামীরা। পরে মুক্তিপন না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর পলের ঢিপির নিচে মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ লাশ উদ্ধার করে। অনেক খোজাখুজি করে শিশু পুত্রের কোন সন্ধান না পেয়ে ঘটনার দুইদিন পর নিহত সামির বাবা মেজবাবুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামীরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এব্যাপারে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের স্বাক্ষ্য গ্রহণের পর বিচারক এই রায় প্রদান করেন।