বিনোদন প্রতিবেদক ।
বলিউড অভিনেতা সুশান্তের রহস্যজনক মৃত্যুর তদন্ত থেকে যেন কোন ভাবেই নাম সরছে না তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। রোজই জানা যাচ্ছে নতুন সব তথ্য। এবার মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিবার দুপুর ১২টার দিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় রিয়াকে।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বরাত জানা গেছে, তাদের মুখোমুখি বসিয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআইকে রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, ‘উইচ হান্টের এই খেলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হতে তৈরি। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়, তাহলে তিনি এর পরিণাম ভুগতে তিনি তৈরি। নিরপরাধ হয়েও তিনি বিহার পুলিশ, সিবিআই, ইডি, এনসিবি কোন মামলায় আদালতে অগ্রিম জামিনের জন্য আরজি জানাননি।’
প্রঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে রবিবার সকালেই রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা যান। এসময় রিয়াকে সমন দেওয়া হয়। সমন পেয়ে বেলা বারোটার দিকে তিনি এনসিবির অফিসে গিয়ে পৌঁছান। এসময় মুম্বাই পুলিশের কড়া নিরাপত্তায় তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়।