1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ভিলেজ পলিটিক্স" ও (গ্রাম্য রাজনীতি) : মোঃসাইফুল ইসলাম সবুজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

“ভিলেজ পলিটিক্স” ও (গ্রাম্য রাজনীতি) : মোঃসাইফুল ইসলাম সবুজ

মোঃসাইফুল ইসলাম সবুজ,জেলা প্রতিনিধি, কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৭০ বার

আমাদের গ্রামীন জনপদে (ভিলেজ পলিটিক্স) বা গ্রাম্য রাজনীতি নামে একটি প্রথা প্রচলিত আছে। যারা গ্রামে বসবাস করেন অথবা যাদের জন্ম গ্রামে, কিন্তু এখন শহরে বসবাস করছেন তাঁরা প্রত্যেকেই এই শব্দটির সাথে পরিচিত। (ভিলেজ পলিটিক্স) বা গ্রাম্য রাজনীতির ফাঁদে পড়ে অনেকে নিঃস্ব হয়েছেন এমনকি কাউকে গ্রাম পর্যন্ত ছাড়তে হয়েছে। যার প্রমান রয়েছে অহরহ। এই গ্রাম্য রাজনীতির ফাঁদে পড়ে বহু নারী প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন , এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন।

অনেক ক্ষেত্রে দেখা যায় যে, সঠিক কথার কোন মূল্য দেওয়া হয় না। উল্টো বংশগতভাবে ঝগড়া লেগে পড়ে লাঠি, সোটা, কুচ, বল্লম ইত্যাদি নিয়ে। কোন কিছু হলেই চলে আবার সালিশের নামে অত্যাচার। এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে, গ্রামে যাদের কিছু টাকা আছে বিচারে তাদের পাল্লাটাই ভারি। কারণ, গ্রামের সরদার নামক কিছু লোক আছে, তাঁরা বেশিরভাগ সময়ই তাদের পক্ষ নিয়ে কথা বলে। শুধুমাত্র নিজেদের পকেট ভারি করার জন্য।

(ভিলেজ পলিটিক্স) বা গ্রাম্য রাজনীতি এর নৈপথ্যে সাধরণত সালিশকারক (সরদার) নামক কিছু দুষ্টু লোক থাকেন। যাঁরা গ্রাম পরিচালনার নামে নিজেদের স্বার্থসাধনে নিরলশ প্রচেষ্টায় ব্যস্ত দিন কাটান। তাঁরা এমন লোক যে, মারাত্মক অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান। তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। আবার কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে উল্টো ফাঁদে পড়তে হয়।
যাঁরা ঘৃনীত এই গ্রাম্য রাজনীতির নায়ক তাঁরা সব সময় সমাজের কাছে ভাল মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে চান। অনেক সময় সেই চেষ্টায় তাঁরা সফলও হয়। কিন্তু প্রকৃতপক্ষে, ওসব লেবাশধারী নায়কদের কেউ সম্মানের চোখে দেখে না। তবুও তাঁরা মিথ্যে অহংকারে নিজেকে নিয়ে গর্ববোধ করে।

এই “গ্রাম্য সালিশ” এর কবল থেকে গ্রামের নিরীহ, সহজ-সরল, সাধারণ মানুষ কি কখনোই মুক্তি পাবে না? সরকারের যথাযথ উদ্যেগ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং গ্রাম্য সালিশের জবাবদিহিতা নিশ্চিত করলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে, তথাপি মানুষে মানুষে বৈষম্য ও দূর হবে বলে আমরা আশাবাদী।
“একটি সুস্থ সমাজ চাই,
যেখানে মানুষে মানুষে বৈষম্য নাই”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম