1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক সহায়তা দিয়েছি : ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত! রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

মানবিক সহায়তা দিয়েছি : ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার _|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৪ বার

আওয়ামী লীগ সংসদ সদস্য ঢাকা – ১৬ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেছেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দলীয় সভা ও কর্মসূচিতে থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। প্রত্যেক নেতা-কর্মী মানুষের পাশে আছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কর্মকা- পরিচালনা করছি। শোকের মাস আগস্টেও স্বাস্থ্যবিধি মেনেই সব কর্মকা- পরিচালনা করা হয়েছে।

ইলিয়াস মোল্লা তিনি আরও বলেন, করোনাকালে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ঢাকা মিরপুর ১৬ আসনের প্রতিটি সর্বস্তরের জনগণকে সেবা সাহায্য সহযোগিতা করে এসেছি। এমনকি আমার নির্বাচনী এলাকা ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরাও নিরলসভাবে কাজ করেছেন। যা এখনো চলছে। কর্মহীন মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আওয়ামী লীগ যেভাবে পাশে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। করোনাকালের রাজনীতি নিয়ে মিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ইলিয়াস মোল্লা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধ্যমতো মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে যেভাবে আজ ওয়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এই অসহায় দুস্থ হতদরিদ্র মানুষের মানুষের মাঝে ভিশনের এই সাহায্য আজ মাইলফলক হিসেবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন ও -সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ভিশন বাংলাদেশ এর সকল সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আজ সোমবার সকাল ১০ টায় রাজধানীর মিরপুর ১১ নম্বর পল্লবী সুপার মার্কেট এর সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভিশন বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসন ঢাকা – ৫ এর সংসদ সদস্য নাহিদ ইজহার খান এমপি, আরিফুল ইসলাম এর সঞ্চালনায়, এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট সানজিদা শারমিন, বক্তব্য রাখেন সংগঠনের প্রোগ্রাম ম্যানেজমেন্ট চীপ ওয়াহিদুল ইসলাম, বিশেষ বক্তব্য রাখেন জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, মনিরুল ইসলাম, আয়েশা আক্তার, মানবাধিকার সংগঠক জেসমিন আরা সুইটি, মিনহাজুল ইসলাম আলমগীর, মইনুল ইসলাম পারভেজ, এডভোকেট শারমিন চৌধুরী, লোপা ইয়াসিন প্রমুখ।

ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন তারা সবাই মাঠে আছেন। ভবিষ্যতেও মাঠে থেকে মানুষকে তারা সহায়তা করবেন। এ ছাড়াও করোনাকালে সরকার ও আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বৃহত্তর মিরপুর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও যুবকরা যে যেভাবে পেরেছে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা অত্যান্ত প্রশংসার দাবিদার। তিনি বলেন, গত রমজানে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও অসহায় দুস্থরা যেন পরিবার নিয়ে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য চার হাজার পরিবারের মধ্যে সেমাই, চিনি, নুডলস ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আমার নির্বাচনী এলাকায় মিরপুরে। ঈদুল আজহায় ২৫০ পরিবারের মাঝে কোরবানির মাংস, মসলা ও চাল বিতরণ করেছি। এছাড়াও প্রতিদিন আমার এলাকার মানুষেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের দূঃখ কষ্টের কথা,বলেন এতে আমি প্রতিদিনই তাদেরকে আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছি। এলাকার মানুষ আমাকে তাদের আপনজন হিসেবে মনে করে আমাকেও তাঁরা অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন।

আজকের এই ভিশন বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান মিরপুর এরিয়ার মধ্যে প্রায় দুই শত হতদরিদ্র মানুষের মধ্যে তাদের পক্ষ থেকে এই সাহায্য সহযোগিতা করা হচ্ছে। অতিতেও তারা এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছেন। আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংগঠনের সকল সংশ্লিষ্ট সবাইকে। যাতে করে আগামীতে ও তারা এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে সেই কামনা করি। আমিও আমার পক্ষ থেকে ভিশন বাংলাদেশ এর সর্বক্ষেত্রে টেকসই উন্নয়ন মুলক কাজে অংশীদার হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ এই ওয়াদা করলাম। যখন যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে আমাকে ভিশন বাংলাদেশ তাদের পাশে উপস্থিত পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net