মোহাম্মদ নুর হোসেন
সন্ত্রাস আর চাঁদাবাজে,
দেশটা যাচ্ছে ভরে।
অনেক ফুল ফোটার আগেই,
মুকুলেই ঝরে পড়ে।
কলম রেখে দেওয়া হয় তাকে,
পিস্তল মেশিন গান।
ভুলের মাঝে জরিয়ে ফেলে,
লাখো তাজা প্রাণ।
কে নেবে তার অপরাধের ভার,
কে গোছাবে তার সাজানো সংসার,
কেউ কি নেওয়ার আছে,
নিজে বাঁচলে বাপের নাম এটাই কথায় আছে।
যুবক হলো দেশের শক্তি,
দেশের তাজা প্রাণ।
তাদের তরে হাসবে যে দেশ,
গাইবে বিজয়ী গান।
যুবক হলো দেশের স্বপ্ন,
আশা ভালোবাসা,
তাদের কাছেই রয়েছে মোদের
সকল প্রাপ্তি ও প্রত্যাশা।
বাঁচাতে হলে দেশটা মোদের,
যুব সমাজের বিকল্প নাই।
দেশের স্বার্থে সবার মনে,
সন্ত্রাস বিরোধ চাই।
সোনার বাংলার সোনার ছেলে,
মেধায় হবে ধনবান।
আর কেউ যেন দেয় না ধরে,
তাদের পিছুটান।
গড়তে মোদের সোনার বাংলা,
গড়তে সোনার সংসার।
সন্ত্রাস আর চাঁদাবাজ যেখানে,
গর্জে উঠে দাও হুংকার।