মোঃ সাইফুল্লাহ
গাজীপুরের কয়েকটি মাদক ব্যবসায়ী চক্রের অবৈধ কর্মকান্ডের ওপর স্থির চিত্র ও ভিডিওচিত্রসহ তথ্য সংগ্রহ করায় ওই চক্রের সদস্য কর্তৃক চ্যানেল সিক্সের প্রধান নির্বাহী ও ভারতের দৈনিক বর্তমান পত্রিকার বাংলাদেশ কান্ট্রিবিউটর এবং বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরি ওয়েবসাইট অলবিডিনিউজ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক তুহিন সারোয়ারকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয়ায় ঘটনায় মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনের এক সভায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত পত্রিকার সাংবাদিক মুসাফির নজরুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লেনিন জাফর প্রমূখ।
প্রতিবাদ সভায় সভাপতি মুসাফির নজরুল বলেন, দেশে সাংবাদিক হত্যা,সাংবাদিকদের উপর হামলা,মামলা এবং প্রাণনাশের হুমকি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে । এ বিষয়টি আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় । এ ক্ষেত্রে সরকার ও তথ্য মন্ত্রণালয়ের সু-দৃষ্টি দেওয়া একান্ত জরুরী। তিনি আরোও বলেন, সাংবাদিক তুহিন সারোয়ারকে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।