1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের সব থানা হবে দালালমুক্ত- পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

কক্সবাজারের সব থানা হবে দালালমুক্ত- পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২২৩ বার

কক্সবাজারের সার্বিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি বলেছেন, কক্সবাজারে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ জনবান্ধব হয়ে সেবা নিশ্চিত করতে চান। সাধারণ মানুষের সেবা করতে পুলিশ অঙ্গিকারবদ্ধ।

তাই কক্সবাজারের সকল থানা থাকবে সকল প্রকার দালাল মুক্ত। ভূক্তভোগী মানুষ পুলিশ কর্মকর্তার সাথে আলাপ করে তাঁর আইনী সহায়তা গ্রহণ করবে।
এর ব্যতিক্রম হলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নেতৃত্বে কক্সবাজার পুলিশের শীর্ষ কর্মকর্তারা কক্সবাজার প্রেসক্লাবে যান।

এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের সহ শীর্ষ সাংবাদিক নেতারা তাদের স্বাগত জানান।

এসময় নবাগত পুলিশ সুপার সাংবাদিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাত কালে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, কক্সবাজার এসে সাংবাদিকদের সাথে ফুল দিয়ে পরিচয় হলাম। এই জেলায় এমন কাজ করতে চাই বিদায় বেলায় সাধারণ মানুষ ফুল যেন আমাকে ফুল দিয়ে বিদায় জানান।

এসপি বলেন, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি মেনে পুলিশ কাজ শুরু করেছে। ব্যাকওয়ার্ড-ফরোয়ার্ড শনাক্ত করে মাদক নির্মূলে কাজ চালানো হবে। ছিনতাই-খুন সহ কোন প্রকার অপরাধীদের ছাড় দেয়া হবে না।
এজন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পুলিশের দরকার।

কক্সবাজারের যানজটকে অন্যতম সমস্যা উল্লেখ্য করে পুলিশ সুপার বলেন, কক্সবজারের যানজট নিরসনে পুলিশ নানামুখি উদ্যোগ গ্রহণ করছে। এর সুফলও দ্রুত জেলাবাসি দেখতে পাবেন। একই সঙ্গে পরিবহণ সেক্টর সহ যে কোন চাঁদাবাজী বন্ধে পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এডভোকেট আয়াছুর রহমান, মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, দীপক শর্মা দীপু, মাহবুবুর রহমান, ইমরুল কায়েস, সুজাউদ্দিন রুবেল প্রমুখ।

এসময় পুলিশ ইন সার্ভিসের পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবদুল্লাহ মামুন, ডিএসবি’র এএসপি খন্দকার গোলাম শাহনেওয়াজ, কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম