1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট এর চিতলমারীতে মৎস্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

বাগেরহাট এর চিতলমারীতে মৎস্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৭৬ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে প্রত্যায়নপত্রে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের স্বাক্ষর জাল করে একটি ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে ওই কর্মকর্তা উজ্জল রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে শুনানি হয়েছে।

চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, গত ৫ অক্টোবর সদর ইউনিয়নের পুরাতন কালশিরা গ্রামের মোঃ ইসরাফিল নামের এক মাছ চাষি আমার কাছে মৎস্য ঘেরের প্রত্যয়ন নিতে আসেন। ওই চাষি চিতলমারী ব্র্যাক ব্যাংক (এসএমই ইউনিট) থেকে আনা আরুলিয়া গ্রামের রুপম মৎস্য এ- নার্সিং পয়েন্ট খামারের মালিক উজ্জল রায় নামের এক চাষির প্রত্যয়নপত্র দেখিয়ে অনুরূপ প্রত্যয়নপত্র দেওয়ার জন্য বলেন। উজ্জল রায়ের ওই প্রত্যয়নপত্রটিতে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। এ ঘটনায় আমি জাল প্রত্যয়নপত্র প্রস্তুতকারী উজ্জল রায়ের বিরুদ্ধে ৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করি। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ অভিযোগের শুনানী হয়।

লোন গ্রহীতা উজ্জয় রায় বলেন, আমি কোন স্বাক্ষর জাল করেনি। উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান নিজেই আমাকে ওই প্রত্যয়নপত্রটি দিয়েছেন। এলাকার একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে।

চিতলমারী ব্র্যাক ব্যাংকের (এসএমই ইউনিট) রিলেশনশীপ অফিসার মোঃ রুহুল আমিন বলেন, মৎস্য কর্মকর্তার প্রত্যায়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেই উজ্বল রায়কে লোন দিয়েছি। প্রত্যয়নপত্রের স্বাক্ষর জাল হলে তার দায়ভার লোন গ্রহীতার।

তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত উজ্জল রায় ও ব্র্যাক ব্যাংক রিলেশনশীপ অফিসার মোঃ রুহুল আমিনকে ডাকা হয়েছে। প্রাথমিক ভাবে প্রতারণার বিষয়টি প্রমানিত হওয়ায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম