মোঃ সাইফুল্লাহ;
মাগুরা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সদাহাস্যজ্বল সমাজ সেবক, নাট্য সংগঠক সাইদুর রহমান লিন্টু(৪৮) ২২অক্টোবর বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবন শহরের হাসপতাল পাড়ার সদর ভীলায় ইন্তেকাল করেছেন — ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুর কালে তিনি ১স্ত্রী- ২পুত্র ২ভাই ও ৫ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মাগুরা সদর হাসপাতালের পূর্ব পাশে সদর ভীলার সত্বাধিকারী ও শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের মরহুম আব্দুল ওয়াদুদ দারোগার পুত্র, এবং সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেনীর ঠিকাদার মরহুম আবু হাসান নান্টুর ছোট ভাই। লিন্টু দীর্ঘদিন যাবত মাগুরার নাট্যাঙ্গনে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ মাগুরা থিয়েটার ইউনিটের সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার মাগুরা পৌর কবরস্থানে বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাযায় বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফিজে কোরআন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। লিন্টুর মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।