রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর কংজ্য মারমা (২৪) কে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার ভোর রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোঃ ওয়ালী উল্লাহ্র নেতৃত্বে পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা সিন্ধু পাড়ায় সীমান্ত এলাকা থেকে আটক করে সেনা ও পুলিশের যৌথদল।
এসময় তার কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং চাঁদা আদায়ের রেজিস্টার বইসহ সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়। কংজ্য মারমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুফের চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে। সে রামগড় উপজেলার পাতাছড়া সিন্ধুপাড়ার মংলা মারমার ছেলে বলে জানা গেছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন অস্ত্রসহ কংজ্য মারমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও চাদাঁবাজির মামলা রুজু করা হয়েছে।