কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
গোলাগুলিতে আরও ১০-১২ জন আহত হয়েছেন।
আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন- কুতুপালং ক্যাম্প ২ ওয়েষ্ট এর ডি ৫ ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩২) ও ডি ২ ব্লকের মৃত ইউনুসের ছেলে শামসুল আলম (৪৫)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।
জড়িতদের গ্রেপ্তারে র্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।