খোকন মজুমদার
জীবন নামের এ মহারণ্যে নির্মম নীয়তির নিষ্ঠুর পরিহাসে কে কখন সঠিক গন্তব্য হারিয়ে পৌঁছতে হয় অচীন দিগন্তে সেটা কারো কখনো পৃর্ব উপলব্ধ নই!
প্রায় প্রতিটি মানুষের জীবনে ঘটে যায় এমন অপ্রত্যাশিত জীবনাধ্যায়।
তেমনি আমিও মহাগুরুর জীবনাবসানে হারিয়ে ফেলি জীবনের গতিপথ, তাই লিখার জগতে কলম ধরার চেয়ে সংসারের হাল ধরায় মুখ্য হয়ে ওঠে।
তবুও সাহিত্যপ্রেম আর লেখালেখি যখন ছোটবেলার অব্যাস তাই দীর্ঘ সময় পর আজ ফিরে এলাম ভগ্ন হৃদয় আর আঁখিনীড়ে চিক্ চিক্ করা কফোটা জলনিয়ে।
তবে যদি –
সম্পাদক আর্করায় সেতুর সার্বিক সহযোগিতা পাই তাহলে আগামী সংখ্যায় তার পত্রিকায় আমার আরএকটি প্রবন্দ্ব লিখবো।
প্রবন্দ্বটি নীরব আর্তনাদের অপ্রকাশিত অভিমান নামক ;
যার সম্পন্ন বিষয় বস্তজুড়ে রয়েছে এদেশ মাতৃকার স্বাধীনতার গৌরব অর্জনের নিঃস্বার্থ অবদান আর মহান আত্মত্যাগের কথা।
যারা আজ অবহেলা আর প্রবঞ্চনায় নিরীহ মানুষরুপে পরে রয়েছে নিজ গৃহকোণে।
তবুও বক্ষতলে ধারণ করে রয়েছে আজও স্বাধীনতার মহানায়কের মহান স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্রটির সেই মহান শ্লোগান।
বুকভরা প্রত্যাশা নিয়ে ওরা আজও আশাবাদী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সোনার বাংলা গড়ার অঙ্গিকার আর মহান স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে আসবে হয়তো বা কোনো এক নবপ্রজন্মের হাতধরে,
এ ঘনঘটা অন্ধকার শেষে হয়তো বা আসিবে ফিরে নবসূর্যদয়ের আলোকিত প্রভাত!!