নবীগঞ্জ প্রতিনিধি।। মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||
নাগরিক অধিকার করতে সুরক্ষন ৪৫ দিনের মধ্যেে জন্মও মৃত্যু নিবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নবীগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধ্ধ্ধন দিবস ২০২০ পালিত হয়েছে। উপজেলা নির্বাহীী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বেেে ও প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায়় এতেউপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ততা সাদেক হোসেন , নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরোয়ার শিকদার,
আব্দুল আহাদ, মোঃ নুরুল হুদা চৌধুরী, রাশন্দ্রে কুমার দাস, বলাই চক্রর্বতী, ভজন গোপ, নলিয় দাশ, জাহিদুল ইসলাম, প্রীতেশ রঞ্জন চৌধুরী, তৌফিক ইমাম পলাশ, সঞ্জয় কান্তি দাশ, মৃনাল কান্তি পাল চৌধুরী, মিজানুর রহমান, উদ্যোক্তা অপু মালদার, আহমদ রাজো, আব্দুল ওয়াহিদ, মুনসুর আহমেদ, রঞ্জিত দাশ, জিনুক, এবাদুর রহমান, নাজমুল হোসেন, ফখরুল ইসলাম, লিটন দাশ, জুনাইদ আহমদ প্রমুখ।