______ প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
সভ্যতার বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষের আচার-আচরণ, চলাফেরা, জীবনাচরন, পেশা-নেশা আরো কত কি! কিন্তু পরিবর্তন হয়নি মানুষের ‘জেনেটিক্স বিহেব’ এটা তারা বংশগত ভাবে ধারন করে আসছে। যুগের পর যুগ, শতাব্দির পর শতাব্দি। এটা ‘হিউম্যান এ্যনাটমিক্যাল পার্ট’-এ এমনভাবে সক্রিয় থাকে, যা কোন কিছুই ধ্বংস করতে পারেনা। গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া। আর মনীষিগণ আমাদের মানা করে গেছেন ব্যতিক্রম কে উদাহরণ হিসাবে না টানার জন্য।
সুতরাং আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারি মানুষের আচার ব্যবহার খুব খুব কম পরিবর্তনশীল। হউক তা ব্যক্তিগত বা বংশগত। আচার আচরণকে ব্যক্তিগত হিসাবে না ফেলে বরং বংশগত হিসাবে ফেলা উত্তম। পরিবহনের গায়েও আমরা লেখা দেখি ‘ব্যবহারে বংশের পরিচয়’! এজন্য শরীরিক শিক্ষার শিক্ষাদান পদ্ধতিতে ‘বংশগতি’ নামক একটি গুতুত্বপূর্ণ অনুচ্ছেদ ও রয়েছে।
একজন সন্দেহ প্রবন বংশীয় উত্তরসূরী আরেকজনকে সন্দেহ করবে স্বাভাবিক। একজন বিশ্বস্ত পরিবারের সন্তান আরেকজনকে বিশ্বাস করবে এটাও স্বাভাবিক। একটি গোঁয়ার পরিবারের উত্তরসূরির আচরণ গোঁয়ার প্রকৃতির হবে সেটাও স্বাভাবিক। হউক না সে যত বড় শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বিচারক বা বড় কোন নেতা।
এই জন্যই সব শিক্ষকের আচার ব্যবহার শিক্ষকের মত হয়না। সব ডাক্তারের সেবাদান ডাক্তারের মত হয়না কিংবা সব বিচারকের বিচার ন্যয় সঙ্গত হয়না। সব নেতার নেতৃত্বদেয়ার ক্ষমতা বা কর্মীদের সাথে ব্যবহার এক রকম হয়না। কারো আচরণ হয় ঘেউ ঘেউ করা কুকুরের মত আবার কারো বা আচরণ উৎসাহ মূলক। কোন নেতা মনে পুষে রাখে প্রতিশোধের আগুন। কারো কারো মন উঠতে পারেনা সংকীর্ণতার উর্ধে।
জীবনের বাস্তবতায় দেখতে পেয়েছি কোন কোন শিক্ষক ছাত্রকে নিজের পকেটের টাকায় লেখাপড়ায় সহযোগিতা করতে আবার কিছু শিক্ষক পরীক্ষার হলে গিয়ে প্রাইভাট/টিউশনের টাকা আদায় করার জন্য ধমক দিচ্ছে! এমন ডাক্তার ও দেখেছি চিকিৎসা সেবা দেয়ার পর নিজ পকেট থেকে টাকা দিয়ে ঔষধ কিনে দিতে আবার এমন ও দেখেছি টাকার পরিবর্তে কাঁচা সবজি নিয়ে যেতে!
এমন নেতা দেখেছি নিজের পকেট হতে কর্মিদের সহযোগিতা করতে। এমন নেতাও দেখেছি কর্মীদের জন্য বরাদ্ধ টাকা নিজের পকেটে ভরে নিতে। এমন নেতা দেখেছি নিজ দলের অধীনস্থকে মামলার ভয় দেখিয়ে নিজের ক্রেডিট জাহির করার আপ্রাণ চেষ্টা করতে, দেখেছি সর্বসম্মুখে অন্য নেতা-কর্মীর দোষ খোঁজার চেষ্টা করতে। অসত্য কে সত্য প্রতিষ্ঠার জন্য ‘চোরের মায়ের বড় গলা’র মত সত্যের ধ্বংস সাধন করে মিথ্যা প্রতিষ্ঠার চেষ্টা করতে। নিজের ভুল ধারনার জন্য অনুতপ্ত হয়ে পড়ে আবারও নির্লজ্জের মত ভুল ধারনা পোষণ করে ঘেউ ঘেউ করতেও দেখেছি।
এসব কিছুর পরও ব্যতীত হইনা, কষ্ট পাইনা কিংবা হতাশ হইনা কারণ এ যে ‘বংশগতি’! আপনার যারা উপরোল্লিখিত ব্যাপারগুলোর সম্মুখিন হবেন তাদের কেও আহবান জানাচ্ছি কষ্ট না পেতে, হতাশ না হতে। কারণ এ যে তাদের ‘বংশগতি’!
একজন সাধারন মানুষের ঘরে যখন ‘বড় কোন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বা নেতা’ হয়ে যায় তখন মানুষ বলে, “গোবরে পদ্ম ফুল ফুটেছে”! কিন্তু আমাদের একথাও মনে রাখা উচিত, পদ্ম ফুলে সুভাস হয়না! অনুরুপ ছোট লোকের ঘরে ডাক্তার, মাস্ট বা নেতা জম্ম নিলে তাদের পদবি অর্জিত হয় কিন্তু সেই পদবীর বিপরীতে সুনাম-সুবাস ছড়ায় না। জাত ফুল গোলাপ যেখানেই ফুটুক সুবাস সে ছড়াবেই।
সে জন্য জাতের ছেলে ডাক্তার, মাস্টার, নেতা যাই হোক তাদের আচরণ অন্তত সুন্দর হয়।
এমনি আমাদের আ্কা সাঃ এর পূর্বপুরুষদের দিকে থাকালেও দেখা যায় তারা তৎকালিন বর্বর আরবদের তুলনায় নরম প্রকৃতির ছিল এবং অগ্নিপূজক ও ছিলেন না বরং একেশ্বরবাদে বিশ্বসি ছিল।
সুতরাং, শুধু ডাক্তার, মাস্টার বা বড় নেতা হলে তাকে ‘বড়’ বিবেচনা করার সুযোগ নেই। তার আচার-ব্যবহার এবং ‘বংশগতি’ দেখতে হবে।