মোস্তাফিজার বাবলু:
রংপুরের বদরগঞ্জে আকস্মিক বন্যায় কৃষি ও মৎস খাতে ২২ কোটি ৫৬ লাখ ৪২ হাজার ৫৮০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী করেছে উপজেলা কৃষি ও মৎস অধিদপ্তর। তবে এই ক্ষতির পরিমাণ আরো বেশি বলে দাবী করেছেন ভুক্তভোগীরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়- এবারে ১৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। তবে আকস্মিক বন্যায় দু’হাজার ২৭০ হেক্টর আমন ক্ষেত পুরোপুরি পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ৮৫৮ হেক্টর আমন ক্ষেত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক হাজার ৪১২ হেক্টর আমনক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মোট জমির ৬ দশমিক ৩০ শতাংশ। যার ফলে উপজেলায় তিন হাজার ৬৭০ দশমিক ৪০ মেট্রিক টন চালের উৎপাদন কম হবে। এর পাশাপাশি ২৫ হেক্টর সবজি ক্ষেত পুরোপুরি এবং ৫০ হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ি আমন ক্ষেত বিনষ্ট হওয়ায় আমন চাষীদের ১৩ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৮০ টাকা এবং সবজি চাষীরা এক কোটি ৯৮ লাখ টাকা লোকসান গুনতে হবে। উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পোষাতে আগাম সরিষা ও শাক সবজি চাষের পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত চাষীদের কৃষি প্রণোদনার আওতায় এনে বিনামূল্যে সার-বীজ প্রদানের পাশাপাশি স্বল্প সুদে ঋণ সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এদিকে মৎস অধিদপ্তরের মতে আকস্মিক বন্যায় উপজেলার দু’হাজার ২৪৮টি পুকুরের ৬৩৭ মেট্রিক টন মাছ পানিতে ভেসে গেছে। এর ফলে মৎসচাষীরা সাত কোটি ৬৪ লাখ টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উপজেলা মৎস্য অফিসার মনজুরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত মৎস চাষীদের প্রণোদনার আওতায় এনে বিনামূল্যে পোনামাছ সরবরাহসহ মাছের খাবার প্রদানের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে।
তবে উপজেলার আমন ও মৎসচাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেশি হবে।