মােঃ সাইফুল্লাহ;
আগামী ২২অক্টোবর বৃহস্পতিবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে সারাদেশে শুরু হচ্ছে দুর্গোৎসব। করোনার এই মহামারীর মধ্যে এবার জেলায় অন্য বারের তুলনায় সীমিত আকারে হবে পূজা উৎসব। তবে এবার থাকছে না মেলা, পটকা ফোটানো বা আলোজসজ্জা। জেলা পূজা উদযাপন পরিষদ এবার করোনাকালীন সময়ে দিয়েছে নানা বিধি নিষেধাজ্ঞা। মন্ডোপে আগত প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক পরিধান বাধ্যতামুলক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু জানান, প্রতি বছর জেলায় দুর্গোৎসব একটু ধুমধামে করা হয়। এ উৎসবে সবার মাঝে তৈরি হয় সেতু বন্ধন। সবাই সামাজিক সৌহার্দ্যের সাথে একে অপরের সাথে মিলিত হয়। এতে সবার মাঝে তৈরি হয় ঐক্য। এবার জেলায় ৫৮৭ টি মন্ডোপে দুর্গোৎসব হবে। তার মধ্যে পৌরসভাসহ সদরে ২১৫টি, শ্রীপুরে ১৩৪টি, মহম্মদপুরে ১১৪টি ও শালিখায় ১২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবার করোনা মহামারিতে জেলায় স্বল্প পরিসরে পূজা হবে। প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক পরিধান করে মন্ডোপে প্রবেশ করতে হবে। পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।