মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ডের ১৪৪১ হিজরি, ২০২০ এর সদ্য প্রকাশিত ফলাফলে ৮০% এ প্লাসসহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা।
গত তিন বছর আগে প্রতিষ্ঠিত দারুল কুরআন মাদরাসা এবারই প্রথম হিফজ শিক্ষাবোর্ডের পরীক্ষায় অংশ নেয়। এতে মোট ১০জন পরীক্ষার্থীর মধ্যে আটজন মুমতাজ (এ প্লাস) ও দুইজন জায়্যিদ জিদ্দান (এ গ্রেড) পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়।
এর আগে ২০১৯ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফয প্রতিযোগিতায় ৩০পারা গ্রুপে উপজেলায় প্রথম স্থান অর্জন করে এবং ২০২০ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে “আলোকিত কুরআন” ১০ম হিফযুল কুরআন প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার একমাত্র ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগী হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দারুল কুরআন মাদরাসার ছাত্র হাফেয বায়জিদ আহমাদ।