আমিনুল হক বিশেষ প্রতিনিধিঃ
আজ কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় যুবদলের কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজ্বী আনোয়ারুল হকের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের করে কুমিল্লা মহানগর ও জেলা যুবদল।
সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ থেকে মিছিলটি বের হয়ে বিএনপির পার্টি অফিস হয়ে লিবার্টি মোড় দিয়ে মিছিল বের করতে চেষ্টা করলে পুলিশ মিছিলটি বাঁধা দেয়।এসময় যুবদলের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে কুমিল্লা জেলা বিএনপির পার্টি অফিসের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।এসময় তিনি বলেন,এই আওয়ামী লীগের সরকার দেশের ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেলছে,দেশে গুম,খুন,সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে অনতিবিলম্বে নির্বাচন দেয়ার দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রুবেল,কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক আহবায়ক সাজ্জাদুল কবির সাজ্জাদ,যুবদল নেতা জহির,ছোটন,বদরুল রাব্বু,মহিউদ্দিন,হাসানাত হিরা সহ যুবদল মহানগর ও জেলার নেতৃবৃন্দ।