শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। তাই আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখতে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফটিকছড়ির নারায়ণহাটে মুজিববর্ষ গােল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খেলায় উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর।
ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ তৌহিদুল আলম, নুরুল আলম, ইদ্রিস আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম, ছাত্রলীগ নেতা মাইনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু।
খেলায় নারায়ণহাট ৭নং ওয়ার্ড ছাত্রলীগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৬নং ওয়ার্ড ছাত্রলীগ।