মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি,
রাজধানীর মাতুয়াইলে গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যানবাহন চালক, হেলপার ও এলাকাবাসীর মাঝে ট্রাফিকের জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ারী ট্রাফিক বিভাগের ডেমরা ট্রাফিক জোনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইলের একটি ফিলিং স্টেশন প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাবিয়ান মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গবিন্দ চন্দ্রনাথ।
এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা, যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রবিউল ইসলামসহ ডেমরা ও যাত্রাবাড়ী ট্রফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টররা।
সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, নারীরা মায়ের জাতি আর শিশুরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। তাই জাতির সম্মান ও দেশের বৃহৎ স্বার্থে গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশুদের মর্যাদা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাছাড়া গণপরিবহনে একজন চালক ও হেলপারই পারে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বঝায় রাখতে পারে। আর গণপরিবহনে কখনোই নারী ও শিশুদের দাড় করিয়ে রাখা ঠিক নয়,কারণ তারা আমাদেরই কারও না কারও মা, বোন, স্ত্রী ও মেয়ে।