মোস্তাফিজার বাবলু:
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে রংপুর র্যাব-১৩’র মিডিয়া কর্মকর্তা সিদ্দিক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হলিদাবাড়ী রেলক্রসিং এলাকার মেসার্স সুফিয়া ফিলিং স্টেশনের সামনে কুড়িগ্রাম টু রংপুর গামী মহাসড়কের উপর সন্দেহভাজন ০১টি ট্র্র্র্র্র্র্রাক তলাশী করা হয়। এসময় আটককৃত ট্রাকের মাথায় হুডের উপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হিরু মিয়া (৩০), কে আটক করা হয়। আটককৃত হিরু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া গ্রামের আঃ জলিলের ছেলে।
এছাড়াও ওই দিন রাতে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউপির এসকেজ বাজারের জনৈক আরিফের মুদি দোকানের সামনে (রংপুর টু কাকিনা) প্রাইভেটকার তল্লাশী করা হয়। তল্লাশী চলাকালে আটককৃত প্রাইভেটকারে ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো ৬২৬ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মেজবাহ উল মোকার রাবীন (রাফী) কে আটক করা হয়। রাফী লালমনিরহাট সদরের আজিজার রহমানের ছেলে।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮০ কেজি গাঁজা, ৬২৬ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার,৩টি মোবাইল ফোন,৪টি সীমকার্ড এবং নগদ ৫শ’টাকা উদ্ধার করা হয়। সম্পাদনায়- মওদুদ রহমান।